মাগুরার উন্নয়নে যার মাইলফলক অবদান আজব্দি কেউ ছুঁতে পারেনি

Oplus_131072
মাগুরার উন্নয়নে যার মাইলফলক অবদান আজব্দি কেউ ছুঁতে পারেনি তিনি হচ্ছেন মেজর জেনারেল এম মজিদুল হক।
একটা উদাহরন, মাগুরা জেলায় কোন স্টেডিয়াম ছিলনা। ৮০ দশকে তৎকালিন রাষ্টপতি জিয়াউর রহমান মাগুরা সফরে এসেছিলেন, তখন মাগুরা জেলা ক্রীড়া সংস্তার নেতৃবৃন্দ উনার কাছে গেলেন আর্থিক বরাদ্দর জন্য, উনি জিয়াউর রহমানকে বলে।
সেই আমলে ১০ লক্ষ টাকা বরাদ্দ দিলেন। তারপর ষ্টেডিয়াম তৈরির জায়গা নেই, বর্তমান যে জায়গায় ষ্টেডিয়াম হয়েছে সেটা ছিল পানিসম্পদ মন্ত্রনালয়ের জায়গা। মজিদুল হক ছিলেন সংস্হাপন মন্ত্রী।
উনি পানিসম্পদ মন্ত্রনালয়ের সচিব- মন্ত্রী কে বলে এই জায়গা জেলাক্রীড়া সংস্হার নামে বরাদ্দ নিয়ে দিলেন। তারপর নির্মাণ হল সেই টাকায় মাগুরা ষ্টেডিয়াম। যা বর্তমানে আধুনিকায়ন করা হচ্ছে। এই মহান ব্যাক্তির ২৫ শে মার্চ মৃত্যুবার্ষিকী। বিনম্র শ্রদ্ধ্যা ও উনার আত্বার শান্তি কামনা করি।