ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল মাদারীপুরে ২ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে

আগামী ১৫ মার্চ সারাদেশে দিনব্যাপী পালিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষে মাদারীপুর জেলায় মোট ১,৫০০টি কেন্দ্রে ১ লাখ ৭৪ হাজার ৮০৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৯৮৬ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫২ হাজার ৮২১ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সফলভাবে কার্যক্রম বাস্তবায়নের জন্য ৩ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।
বুধবার (১২ মার্চ) মাদারীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এ সভার আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে মাদারীপুর সিভিল সার্জন প্রতিনিধি খলিলুজ্জামান হিমু জানান, জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট ১,৫০০টি কেন্দ্রের মাধ্যমে এই কর্মসূচি পরিচালিত হবে। এ সময় তিনি শিশুর স্বাস্থ্যের জন্য ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
সভায় জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা, কর্মচারীরা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।