ঢাকাবৃহস্পতিবার , ২৭ মে ২০২১
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ভরা পূর্ণিমায় হালদায় ডিম ছেড়েছে মা মাছ

একুশে বার্তা
মে ২৭, ২০২১ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অবশেষে ডিম ছেড়েছে মা মাছ। বুধবার (২৫ মে) দিনগত রাত একটার পর হালদায় ডিম ছেড়েছে মা মাছ।  এর আগের দিন রাতে হালদা থেকে নমুনা ডিম সংগ্রহ করে জেলেরা।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। তিনি বলেন, বুধবার দিনগত রাত একটার পরপরই হালদায় মা মাছ ডিম ছেড়েছেন। নোয়াহাটসহ বিভিন্ন স্থান থেকে কয়েকজন জেলে জানিয়েছেন, তারা ডিম সংগ্রহ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ডিম ছাড়ার আগে মা-মাছ অনুকূল পরিবেশ আছে কি না তা যাচাই করতে অতি সামান্য পরিমাণ ডিম নমুনা হিসেবে ছাড়ে। আর মঙ্গলবার রাতেই সেটাই ছেড়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিসার্চ সেন্টারের সমন্বয়ক ড. মনজুরুল কিবরিয়া ঢাকা পোস্টকে বলেন, হালদায় এবার খুবই কম পরিমাণে ডিম ছেড়েছে মা মাছ। হালদা পাড়ের জেলেরা ৩৪৩টি নৌকা করে ডিম সংগ্রহ করেছেন।

নয়াহাট এলাকার ডিম সংগ্রহকারী কামাল সওদাগর বলেন, রাত ১টা থেকে ডিম পাওয়া শুরু করেছেন। এ পর্যন্ত ৩-৪ কেজি ডিম আহরণ করতে পেরেছি।

বাছির মিয়া নামোর এক ডিম সংগ্রহকারী জানিয়েছেন, আজিমের ঘাটা থেকে তিনি ডিম সংগ্রহ করেছেন। এর আগে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা ‘নমুনা ডিম’ সংগ্রহ করেছি।

জানা গেছে, হালদা নদীর হাটহাজারী ও রাউজান অংশের আজিমের ঘাট, অংকুরি ঘোনা, কাগতিয়ার মুখ, গড়দুয়ারা নয়াহাট, রাম দাশ মুন্সির ঘাট, মাছুয়া ঘোনা ও সত্তার ঘাট অংশে ডিম সংগ্রহ শুরু করেছে জেলেরা।

হালদা নদী থেকে ২০১৮ সালে ২২ হাজার কেজি এবং ২০১৯ সালে ১০ হাজার কেজি ডিম আহরণ করা হয়। আর ২০২০ সালে ২৫ হাজার কেজি ডিম সংগ্রহ করা হয়েছিল।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x