বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় “সোসাইটি অফ দ্য ফ্রেন্ডস অফ দ্য পিপল অর্গানাইজেশন” এর উদ্যোগে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, [রাজশাহী], ০৯ মার্চ ২০২৫:
রমজান মাসের পবিত্রতা ও তাৎপর্যতাকে সামনে রেখে ‘সোসাইটি অফ দ্য ফ্রেন্ডস অফ দ্য পিপল অর্গানাইজেশন’-এর উদ্যোগে এবং নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের সার্বিক সহযোগিতায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে অটো রিকশা চালক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে নগরীর বিভিন্ন স্থানে এই ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনটির উপদেষ্টা সাব্বির আহমেদ অন্তর ও প্রতিষ্ঠাতা পরিচালক লতিফুর রহমানের সার্বিক সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হয়।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল ওয়াসিফ, সিনিয়র সদস্য মুক্তিদুর রহমান, ছাত্রনেতা রাতুল চৌধুরী ঐক্য, ওসামা দুর্লভ এবং আবিরসহ অন্যান্য নেতাকর্মীরা।
ইফতার বিতরণের সময় নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন এবং পথচারী ও অটো রিকশা চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
সংগঠনটির উপদেষ্টা সাব্বির আহমেদ অন্তর বলেন, “মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্র আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা আমাদের সকলের কর্তব্য। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক লতিফুর রহমান বলেন, “রমজান মাসে সারাদিন রোজা রেখে, অক্লান্ত পরিশ্রম করা মানুষগুলোর প্রতি আমাদের সামান্য ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশের একটি ক্ষুদ্র প্রয়াস এটি। এই ইফতার বিতরণের মাধ্যমে আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”
নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল ওয়াসিফ বলেন, “এই কার্যক্রমের মাধ্যমে আমরা দেশনেত্রীর জন্য দোয়া করছি এবং সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছি।”
এই ইফতার বিতরণ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়।