বেগমগঞ্জের একলাশপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

একলাশপুর উচ্চ বিদ্যালয়। ছবি সাইফুল ইসলাম
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে একলাশপুর বাজারের স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ মহিনুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) জিনাত রেহানা
স্কুলের প্রধান শিক্ষক সালেহ আহমেদ এর সভাপতিত্বে গেস্ট অব আনার ছিল নোয়াখালী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক টিপু সুলতান।
বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম
এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের সাবেক ছাত্রছাত্রী, অবিভাবক, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ, মিডিয়ার সাংবাদিকবৃন্ত।
পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন।