বিতর্কে চ্যাম্পিয়ন হয়ে প্রাথমিক শিক্ষা পদক

বিতর্কে চ্যাম্পিয়ন হয়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ পেল মাগুরা জেলার শিশু বিতর্ক দল
গত ১০ মে ২০২৫ তারিখে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর পুরস্কার বিতরণী ও প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় মাগুরা জেলার একমাত্র বিতর্ক সংগঠন মাগুরা আদর্শ বিতর্ক সংঘ এমআইডিএস এর শিশু বিতার্কিকদের সমন্বয়ে গঠিত মাগুরা জেলা দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
প্রতিযোগিতায় লক্ষ্মীপুর জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাগুরা জেলা দল এবং উপদেষ্টাদের কাছ থেকে পদক, ক্রেস্ট ও সনদ গ্রহণ করে।
বিতার্কিক হিসেবে বক্তব্য উপস্থাপন করে:-
১ম বক্তা: সাবিহা নুদার (৪র্থ শ্রেণি)
২য় বক্তা: জামি আজমাইন প্রাঙ্গন (৪র্থ শ্রেণি)
দলনেতা: অবন্তিকা তানহা (৪র্থ শ্রেণি)
এই শিশু বিতার্কিক দলের নেতৃত্বে ছিলেন নাহিদুর রহমান দুর্জয়, চেয়ারম্যান, মাগুরা আদর্শ বিতর্ক সংঘ এমআইডিএস এবং মেন্টরিং করে বিতার্কিক ফাহমিদা ইয়াসমিন কলি, জান্নাতি নূর সিদ্দিকা গুনগুন ও সুবর্ণ শাহরিয়ার বর্ণ।
১২ মে ২০২৫ তারিখে দলের বিতার্কিক ও মেন্টরগণ জেলা প্রশাসকের কার্যালয়ে এসে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ অহিদুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই অভিজ্ঞতা ও অনুভূতির কথা ব্যক্ত করেন। জেলা প্রশাসক তাদের এই সাফল্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য উৎসাহ প্রদান করেন।