পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বিগত বছরের চেয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় এবারে পরীক্ষার্থী বেশিঃ পবিপ্রবি উপাচার্য

কৃষি গুচ্ছ-২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে জানান, বিগত বছরের চেয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় এবারে পরীক্ষার্থী বেশি।
তিনি আরও জানিয়েছেন, ৪২৩টি আসনের বিপরীতে ৪ হাজার শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় পবিপ্রবি কেন্দ্রে অংশগ্রহণ করেছে। এবিশ্ববিদ্যালয়ের সাথে পবিপ্রবির মূল ক্যাম্পাসে একাধিক ভেন্যুতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যন্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ এর ডিন ও ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ড. মোহাম্মাদ আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, জনসংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ এবং ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা এবিএম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা জানিয়ে মাগুরা থেকে আগত পরীক্ষার্থী রুবাইয়া সিথি বলেন, প্রশ্নপত্র খুবই ভালো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা তার ভালো লেগেছে।