নিউজ ডেস্কঃ নিজেদের বাসযাত্রীদের ইফতার দিচ্ছে গ্রিনলাইন কর্তৃপক্ষ। বিষয়টি জানিয়েছে গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষ।
এক ফেসবুক পোস্টে পরিবহন সংস্থাটি বলছে, পবিত্র এই মাহে রমজানে আমাদের সব যাত্রীর জন্য আমাদের পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ।
গ্রিনলাইন কর্তৃপক্ষ বলছে, আমরা গ্রিন লাইন পরিবহন মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, কারণ আল্লাহ আমাদেরকে প্রতিবারের মতো এইবারও আমাদের সম্মানিত যাত্রীদের ইফতার করানোর তৌফিক দিয়েছেন।
ধর্ম-বর্ণ-নির্বিশেষে ইফতার সরবরাহ করা হবে জানিয়ে এই পরিবহন সংস্থার বক্তব্য- সব ধর্মের যাত্রীদেরকে ইফতার দেওয়া হবে।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।