বাউফলে ষাট বছরের বৃদ্ধ আটক, শিশু ধর্ষণের অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নে ৯ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগে আঃ ছালাম খন্দকার (৬০) নামে এক বৃদ্ধকে আটক করা হয়েছে।
শনিবার(৫মার্চ) সন্ধ্যার সময় উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা তাঁতেরকাঠী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ছালাম খন্দকার ওই এলাকার বাসিন্দা মৃত. ধলু খন্দকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, শনিবার বিকেলের দিকে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে ওই শিশুটিকে প্রলোভন দেখিয়ে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন ছালাম। এসময় শিশুটি ডাক-চিৎকার দিলে হাসান মাতুব্বর নামের এক লোক এগিয়ে আসেন এবং তাদের উভয়কে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। পরে অভিযুক্ত ছালামকে এলকাবাসী থানায় নিয়ে এসে পুলিশে সোর্পদ করে। এব্যাপারে শিশুটির পিতা ওই রাতেই বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এবিষয় বাউফল থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরে অভিযুক্ত ছালাম খন্দকারকে গ্রেপ্তার করে তাকে পটুয়াখালী কোর্টে প্রেরণ করা হয়েছে।