বাংলাদেশ একটা বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হোক : দিবালোক সিংহ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র (সিপিবি) কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও বিশিষ্ট চিকিৎসক কমরেড ড. দিবালোক সিংহ বলেছেন, সিপিবি বাংলাদেশে সাম্যের রাষ্ট্রব্যবস্থা কায়েম করবে।
বাংলা নববর্ষ উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,পহেলা বৈশাখ আমাদের জন্য আনন্দের দিন। এই দিনে আমি বলবো বাংলাদেশ একটা বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হোক। বাংলাদেশে ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে সেই প্রত্যাশাই আমরা ব্যক্ত করি। অত্যাচারী সমাজব্যবস্থা,ফ্যাসিবাদী সমাজব্যবস্থা, রাষ্ট্রব্যবস্থা,অর্থনৈতিক ব্যবস্থা উচ্ছেদ করে সাম্যের রাষ্ট্রব্যবস্থা আমরা বাংলার মাটিতে কায়েম করবো।
পহেলা বৈশাখে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এর আগে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দিবালোক সিংহ আরো বলেন,আমরা জাতি হিসেবে গর্বিত আমাদের একটা শক্তিশালী ভাষা আছে। আমাদের একটা শক্তিশালী বর্ণমালা আছে। আমাদের নিজস্ব একটা ক্যালেন্ডার আছে,যা সব জাতির নেই। আমাদের কৃষি উৎপাদন ব্যবস্থা বৈচিত্র্যময় ঋতু ও আমাদের ক্যালেন্ডারের সাথে সম্পর্কিত।
তিনি বলেন,বাঙালি জাতির ভেতর হিন্দু,মুসলিম, বৌদ্ধ,খ্রিস্টান আমরা সকলেই আছি। এই নববর্ষ আমরা সকলেই পালন করছি। এটা খুব অভূতপূর্ব একটা বিষয়।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম। এই আয়োজনে বীর মুক্তিযোদ্ধা,সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাহিত্যিক,সাংবাদিক সহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।