খুঁজুন
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১৮ বৈশাখ, ১৪৩২

ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে সুসং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

জেলা প্রতিনিধি | নেত্রকোণা
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১২:২২ পূর্বাহ্ণ
ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে সুসং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনে ইসরাইলের ভয়াবহ আগ্রাসন, বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে নেত্রকোণার দুর্গাপুরে সুসং সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক নিরঞ্জন দেবনাথ, সদস্য সচিব আলমগীর হোসেন,পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব নুরুজ্জামান জনি, কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল তালুকদার,সিনিয়র যুগ্ন আহ্বায়ক শাহিন আলম,কলেজ ছাত্রদলের সদস্য রুবেল হোসাইন,মামুন খান,আরিফ, সৈকত সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

সমাবেশে আলোচনাকালে বক্তারা বলেন,ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনে নারী, পুরুষ,শিশুদের নির্বিচারে হত্যা করছে। এই বর্বরতার তীব্র নিন্দা জানাই। ফিলিস্তিন শুধু ইতিহাস নয়, এটি মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। বহু আঘাত এসেছে, বহু অত্যাচার চলেছে; কিন্তু মুছে যায়নি। ভবিষ্যতে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন। ফিলিস্তিনের মাটিতেই ইসরাইলের কবর রচিত হবে ইনশাআল্লাহ।

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ঈদ পূর্ণমিলনি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ঈদ পূর্ণমিলনি,  সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

বুধবার (৩০ এপ্রিল ২০২৫) দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নিচতলা মিলনায়তনে এই আলোচনা সভা ও ঈদপূণর্মিলনি অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোঃ আলমগীর কবির। এ সময় তিনি বলেন, একমাত্র বিচারক ও আইনজীবীদের নামের আগে বিজ্ঞ কথাটি বলা হয়, অন্য কোন পেশার ক্ষেত্রে এই কথাটি হয় না। তাই, আমরা যেন আমাদের মর্যাদা রক্ষা করতে পারি সকলকে এই চেষ্টা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশেষ জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জজ মোঃ হুমায়ূন কবির, দিনাজপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জুলফিকার উল্ল্যাহ।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ খয়রাত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জজ আদালতের জিপি এ্যাডভোকেট মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে জেলা জজ আদালতের অন্যান্য বিচারকবৃন্দ, পিপি এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহফুজুর রহমান খান বিপুল, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ আব্দুর রহমান সোহাগ, জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সকল সদস্যসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

দিনাজপুর শহরের বাহাদুর বাজারে একটি হোটেল হতে ২ জোড়া অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় আটক

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৬:২১ অপরাহ্ণ
দিনাজপুর শহরের বাহাদুর বাজারে একটি হোটেল হতে ২ জোড়া অসামাজিক কাজে লিপ্ত অবস্থায়  আটক

আজ ৩০/০৪/২০২৫ইং রোজ বুধবার দুপুরে দিনাজপুর শহরের বাহাদুর বাজারে “এস. এম আবাসিক হোটেলে” অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ২ জোড়া কপোত কপোতি আটক আটক করেছে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ।
আটককৃত ২ জোড়া কপোত কপোতীরা হলেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বনমালী গ্রামের গোবিন্দ সরকারের পুত্র কনক সরকার (২৫), একই উপজেলার লক্ষণীয়া গ্রামের সাইফুল ইসলামের পুত্র ফাহিম রহমান (২৪), সুলতানপুর এলাকার রমেশ সরকারের কন্যা শ্যামা সরকার (২৪) এবং বোচাগঞ্জ উপজেলার লক্ষণীয় গ্রামের শ্যামল শর্মা’র কন্যা রানী শর্মা (২০)। এ রিপোর্ট লেখার আগ মুহূর্ত মামলার প্রস্তুতি চলছিলো।

তারাগঞ্জে প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত।

নুরুন্নবী আদর | তারাগঞ্জ রংপুর প্রতিনিধি।
প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ণ
তারাগঞ্জে প্রথমবারের মতো  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত।

রংপুর তারাগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), প্রথমবারের মতো মতবিনিময় ও আলোচনা সভা আয়োজন করেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫ খ্রি:) তারাগঞ্জ মডেল মসজিদ হলরুমে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক বন্দোবস্ত,গণপরিষদ নির্বাচন,নতুন সংবিধান প্রণয়ন ও জাতীয় নির্বাচনের আগে মৌলিক সংস্কার নিশ্চিতকরণ এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধে তারাগঞ্জ উপজেলা শাখা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
তারাগঞ্জ উপজেলা শাখা সংগঠক এম এম বি স্বপন আলী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোঃ শেখ রেজওয়ান (রংপুর জেলা সংগঠক),মোহাম্মদ এম আই সুমন(রংপুর জেলা সংগঠক),মোহাম্মদ আলমগীর কবির (রংপুর মহানগর সংগঠক),মোহাম্মদ হাফিজুর রহমান (সংগঠক কেন্দ্রীয় কমিটি শ্রমিক উইং),মাসুদ রানা(বদরগঞ্জ উপজেলা সংগঠক), মোঃ মোস্তাকিম বিল্লা (কাউনিয়া উপজেলা সংগঠক), মোহাম্মদ রিজু (পীরগঞ্জ উপজেলা সংগঠক),তারাগঞ্জের বিভিন্ন ইউনিয়ন সংগঠক বৃন্দ,মোহাম্মদ মুসা মিয়া, লিটুমিয়া,হারিয়ারকুটি ইউনিয়নের সাবেক বিএনপি’র সভাপতি মোঃ মজুমদার ভাই,সাবেক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল আলিম,তারাগঞ্জ উপজেলার সাবেক বিএনপির সভাপতি, বর্তমান জাতীয় নাগরিক পার্টির নেতা মোহাম্মদ নুরুল ইসলাম,সাবেক গণধিকারের জেলার নেতা মোহাম্মদ ইসা,গণধিকার সাবেক নেতা রুবেল,সাবেক বিএনপি নেতা খেতাবুদ্দিন, তারাগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম,মোঃ মুজিবুর রহমান মুজি,প্রেরণা প্রতিবন্ধী সংঘের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম,মোঃ মারুফ সহ উপজেলার সকল ইউনিয় এর জাতীয় নাগরিক পার্টির নিবেদিত কর্মীগণ উপস্থিত ছিলেন।