প্রকাশিত সংবাদের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মাদারীপুরে সরকারি খালের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ব্যবসায়ী।
রোববার (৩০ মার্চ ) বিকেলে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সৈয়দ শাহ আলম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৈয়দ শাহ আলম বলেন, ডাসার উপজেলার ৩৩নং ধামুসা মৌজার বি.আর.এস. ৭১৮ নং দাগের ৬২০ খতিয়ানের ২০ শতাংশ নাল জমি ক্রয় করেন তিনি।
সম্প্রতি সেই ক্রয়কৃত সম্পত্তির উপর পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন ব্যবসায়ী সৈয়দ শাহ আলম। কয়েকদিন ধরে সেই জমি সরকারি বলে সংবাদ প্রকাশ করে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়।
প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এতে অপূরনীয় মানসম্মান ক্ষুন্ন হয়েছে বলে দাবি করেন সৈয়দ শাহ আলম।
তিনি আরো বলেন, এরআগেও অভিযোগ আসায় উল্লেখিত জমিতে জেলা প্রশাসকের রাজস্ব শাখা থেকে ২০১০ সালের ১৯ জানুয়ারি ৯০নং স্মারকমূলে এই জমি আর পুনরায় পরিমাপ করা হবে না বলেও জানানো হয়।
পরে জেলা প্রশাসন থেকে ব্যক্তি মালিকানা জমি নিশ্চিত করা হয়। বর্তমানে যে জমিতে ভবন নির্মাণ করা হচ্ছে সেটি কোন সরকারি সম্পত্তি নয়। ব্যক্তিগত আক্রোশে মিথ্যা সংবাদ প্রকাশের কারণে ওই গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়ে
ছেন তিনি।