মাদারীপুর পৌরসভা হলরুমে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদারীপুর পৌরসভা হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে চার দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৯টায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. ইয়াসমিন আক্তার। প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মুহাম্মদ হাবিবুল আলম, জেলা লিগাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রাবেয়া বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাহাঙ্গীর আলম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. মাইনুদ্দিন সরকার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সানোয়ারা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া গ্রাম আদালত আইন ও বিধি নিয়ে আলোচনা করেন মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আলিউল হাসনাত খান। প্রশিক্ষণে মাদারীপুর জেলার ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন ও শারমিন সুরভীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চার দিনব্যাপী এ প্রশিক্ষণে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রাম আদালত পরিচালনার নিয়ম-কানুন ও কার্যক্রম বিষয়ে ধারণা দেওয়া হবে। ছবি মাসুদূর রহমান
মাদারীপুর পৌরসভা হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে চার দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৯টায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. ইয়াসমিন আক্তার।
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মুহাম্মদ হাবিবুল আলম, জেলা লিগাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রাবেয়া বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাহাঙ্গীর আলম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. মাইনুদ্দিন সরকার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সানোয়ারা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়া গ্রাম আদালত আইন ও বিধি নিয়ে আলোচনা করেন মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আলিউল হাসনাত খান। প্রশিক্ষণে মাদারীপুর জেলার ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন ও শারমিন সুরভীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চার দিনব্যাপী এ প্রশিক্ষণে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রাম আদালত পরিচালনার নিয়ম-কানুন ও কার্যক্রম বিষয়ে ধারণা দেওয়া হবে।