আমিনুল ইসলাম বাহার, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মানিক (২৩) নামে যুবক গুরুতর আহত হয়েছে। আহত মানিক টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার মোক্তার আহমদের ছেলে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারের ফোরকান মেডিকো ফার্মেসীর ভবনের উপরতলায় এ ঘটনা ঘটে।
আহত মোঃ মানিক ঐ ফার্মেসীর কর্মচারী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানিক তার কর্মস্থল ফোরকান ফার্মেসীর উপরে বৈদ্যুতিক তার চেক করতে উঠলে ছেঁড়া তার ছিটকে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাস্তার বিপরীতে মক্কা হোটেলে থাকা বারাবাকিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ছাত্রলীগ নেতা জাহেদসহ কয়েকজন যুবক এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
প্রত্যক্ষদর্শী কৃষক লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা মক্কা হোটেল থেকে দেখি ফোরকান ফার্মেসীর উপরে হঠাৎ বিদ্যুতের শর্ট লেগে একজন চিৎকার চেঁচামেচি করছে।। আমি জাহেদসহ কয়েক জনকে নিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রামে রেফার করে।
ফার্মেসির মালিক ফোরকান বলেন, আমি মানিকের সাথে চট্টগ্রাম যাচ্ছি।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।