পর্যটন থানা শ্রমিক কল্যাণের ইফতার মাহফিল

পর্যটন থানা শ্রমিক কল্যাণের ইফতার মাহফিল
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার পর্যটন থানা শাখার উদ্যোগে রমজানে তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম।
তিনি বলেন, কুরআনের সংস্পর্শে আসলে যে কারো মর্যাদা বেড়ে যায়। রমজানের শিক্ষা তাক্বওয়া অর্জন করা। রমজান পেয়েও যে নিজেকে পরিশুদ্ধ করতে না পারবে না তার চেয়ে হতভাগা আর কেউ থাকতে পারে না।
শাখা সভাপতি মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন, শিক্ষাবিদ শফিউল আলম খন্দকার, শহর শ্রমিক কল্যাণের সাংগঠনিক সম্পাদক এমইউ বাহাদুর, শ্রমিক নেতা আবদুল মালেক নূরী।
পর্যটন থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সৈকত পাড়া নুর জামে মসজিদের পেশ ইমাম নুরুল মোস্তফা।
এ সময় পর্যটন থানা শ্রমিক কল্যাণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।