নোয়াখালীর বেগমগঞ্জে স্পট আয়কর অভিযান ও মতবিনিময় সভা

নোয়াখালীর বেগমগঞ্জে স্পট আয়কর অভিযান ও মতবিনিময় সভা। ছবি সাইফুল ইসলাম
নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে আয়কর আইন ২০২৩ এর ১৯৫ ধারায় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে স্পট আয়কর অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী বাজারের হক শপিং মল ও হোসেন মার্কেটে এ আয়কর অভিযান পরিচালনা করা হয়।
এর আগে সাধারণ ব্যবসায়ী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, আয়কর আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের সাথে আয়করের গুরুত্ব, রাজস্ব বৃদ্ধি, করদাতা বৃদ্ধি বিষয়ে মতবিনিময় সভা চৌমুহনী বাজারের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
এসময় কর আইন বিষয়ে ব্যবসায়ীদের অবহিত ও সচেতনতা বিষয়ে আলোচনা করেন উপ কর কমিশনার এনামুল হাছান-আল-নোমান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চৌমুহনী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের, হক শপিং মল সভাপতি হাজী মোঃ মাসুম, কার্যকরী সভাপতি মোঃ ইউসুফ, নোয়াখালী কর আইনজীবী সমিতির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্ল্যাহ, চৌমুহনী ট্যাকসেস বার এসোসিয়েন সভাপতি রতন লাল সাহা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কিরণ প্রমূখ।