নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন।নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের বাংলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শুক্রবার (১০ জুন) বিকেলে ট্রেনের নীচে কাটা পড়ে সুরাইয়া আক্তার (৪০)নামে এক নারী নিহত হয়েছেন।
নিহত সুরাইয়া ৪ নং সিংহের বাংলা ইউনিয়নের শিমুলজানি গ্রামের আবুল কাশেমের স্ত্রী ও ৪ সন্তানের জননী। নিহতের স্বামী জানান,তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্হানীয়রা ও নিহতের স্বামী বলেন,শুক্রবার দুপুর ১ টায় হৈডহর গ্রামে বাবার বাড়ী যাওয়ার কথা বলে সুরাইয়া বেরিয়ে যান।আনুমানিক ৪ টার দিকে রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলেন তিনি।এ সময় মোহনগঞ্জ থেকে আসা মহুয়া ট্রেনের নীচে কাটা পড়ে।এতে করে তার দেহ কয়েক টুকরো হয়ে যায়।পরে স্হানীয়রা টুকরোগুলো একটি বস্তায় ভরে রাখে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশের এস আই মোঃ নুরুজ্জামান জানান,নিহতের স্বজনদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।