নিখোঁজের তিন দিন পর দুমকীতে শিশুর লাশ উদ্ধার
খালার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আলীফের মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনার গৌরীচন্না ইউনিয়নের লাকৈরতলা গ্রামের আলীফ গত সোমবার (৬ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সদর উপজেলার বদরপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পাশের নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস ঘণ্টার পর ঘণ্টা খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে মুরাদিয়া ইউনিয়নের বটতলা খেয়াঘাট এলাকায় নদীতে ভেসে থাকা এক শিশুর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নৌ পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। স্বজনরা ঘটনাস্থলে এসে শিশুটিকে শনাক্ত করেছেন।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রফিকুল ইসলাম একুশে বার্তাকে জানান, “মৃত্যুকে অপমৃত্যু হিসেবে ধরা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে”


মোঃ শফিকুল ইসলাম (মাগুরা সদর)