“নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ ও অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করুন”

সারাদেশে নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণ নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এর মাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ বন্ধ ও অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ঢাকা টিআইবি, টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত ৪৫টি সনাক এলাকায় একইসাথে আয়োজিত মানববন্ধন কর্মসূচির অংশহিসেবে সনাক, দিনাজপুর আজ ১৬ মার্চ ২০২৫ সকাল ১১.০০টায় দিনাজপুর প্রেসক্লাব সস্মুখে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে।
সনাক সভাপতি জনাব মোঃ হাবিবুল ইসলাম এর সভাপতিত্বে মানববন্ধন হতে নারী ও শিশুর প্রতি সহিসংতা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।দেশের বিভিন্ন এলাকায় যেমন: মাগুড়া, কুমিল্লা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, টাঈালের মির্জাপুর, সীতাকুন্ড, জামালপুর, চট্রগ্রমাসহ নানান জায়গায় পরিবারে-বাইরে, কর্মক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্র নারী, শিশু ধর্ষণ ও নির্যাতনের ভয়াবহ শিকার হচ্ছেন কন্যাশিশুসহ সকল বয়সী নারী। নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণ,আইনের যথাযথ প্রয়োগের অভাব,অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়া, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা প্রভৃতি কারণে এই সমস্যা মারাত্বক আকার ধারণ করেছে।সাম্প্রতিক সময়ে নারীরা নিজ পরিবারে, সমাজে, শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তাঘাটে এমনকি নারী তাঁর নিজ কর্মক্ষেত্রেও বিভিন্নভাবে হয়রানী ও সহিসতার শিকার হচ্ছেন। একজন গর্ভবতী নারীও এই পাশবিকতার হাত থেকে রেহাই পাচ্ছেন না। আলোচনায় বক্তব্যে জানানো হয় ২০২৫ সালে জানুয়ারি মাসে সারাদেশে ৩৯ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। একটি গবেষণায় দেখা গেছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ৭২ জন কন্যাশিশু এবং ১১৭ জন নারীসহ ১৮৯ জন বিভিন্ন সহিসংসতার শিকার হয়েছেন। যেটি আমাদের জন্য এবং দেশের জন্য খুবই ভয়ানক। ২০২৪ সালে ৪৯ শতাংশ নারীর ওপর এধরনের সহিসতার ঘটনা ঘটেছে। মানববন্ধন থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয় আসুন আমরা আমাদের পরিবারের দিকে তাকাই এবং নারীর প্রতি শ্রদ্ধাবোধ বাড়িয়ে দেই এবং নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা বন্ধে সহায়তা করি। উপস্থিত আলোচনায় সনাক, ইয়েস, এসিজি ও টিআইবি’র পক্ষ হতে ১১টি লিখিত দাবী সরকারের নিকট তুলে ধরা হয়।
আলোচনায় বক্তব্য রাখেন তরুণ শিক্ষার্থীদের মধ্যে তামান্না আক্তার তনু, ইয়েস দলনেতা, জনাব মোঃ ফজলুল করিম, সহকারী প্রধান শিক্ষক, কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ, জনাব সন্ধ্যা রাণী বাগচী,অবসরপ্রাপ্ত জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জনাব লায়লা চৌধুরী, সহ-সভাপতি সনাক, জনাব এড. শৈলেন কান্তি রায়, আইনজীবি জর্জকোট, দিনাজপুর, জনাব প্রফেসর আব্দুল জলিল আহমেদ, সনাক সাবেক সভাপতি ও অন্যান্য বৃক্তিবৃন্দ।