নাগেশ্বরীতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালিত
এমপিওভুক্ত শিক্ষকদের ৩দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর সকাল ১১টায় নাগেশ্বরীতে অবস্থান কর্মসূচি আয়োজন করেন বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
সমাবেশে বক্তারা জানান, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির ৩দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফেরত যাবেন না তারা।
শিক্ষক নেতারা বলেন, বর্তমান চলমান কর্মসূচি পালন করার ফলে শ্রেণী কার্যক্রমের যে ব্যাহত হচ্ছে তা দাবি মেনে নিলে আমরা ছুটির দিনেও শ্রেণি কার্যক্রম পরিচালনা করে তাহা পুশিয়ে দেয়া হবে।
তাঁরা আরো বলেন, দেশকে উন্নত করতে হলে শিক্ষার উন্নয়ন করতে হবে। শিক্ষকদের অভুক্ত রেখে শিক্ষার মান উন্নত করা অলিক স্বপ্নেই থেকে যাবে।
শিক্ষকদের দাবি পুরন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।
উপদেষ্টাদের উদ্দেশ্যে তাঁরা বলেন, আপনারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আপনারা যদি এখন শিক্ষকদের সহায়তা না করেন তাহলে পরবর্তীতে আপনারাও শিক্ষকদের প্রয়োজনে পাশে পাবেন না।
শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী ও জাতীয়তাবাদী দল (বিএনপি) পক্ষ থেকে একাত্মা প্রকাশ করেন আলহাজ্ব মোঃ সাইফুর রহমান রানা।
অবস্থান কর্মসূচিতে নাগেশ্বরী উপজেলার স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক ও কর্মচারী অংশ গ্রহণ করেন।


মোঃ শফিকুল ইসলাম (মাগুরা সদর)