নবীগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সিন্ডিকেট করলে শক্ত হাতে দমন করা হবে
প্রশাসক, নবীগঞ্জ পৌরসভা, হবিগঞ্জ। ছবি সাফিকুল ইসলাম
নবীগঞ্জে যারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সিন্ডিকেট করবে শক্ত হাতে দমন করা হবে। কিছুদিন যাবত নবীগঞ্জ শহর জুড়ে বইছে আলোচনা সমালোচনা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শত শত পোস্ট রমজানের আগেই বাজারে নেই তেল। আর তেল নিতে গেলে আরও কয়েক ধরনের পন্য হাতে ধরিয়ে দিচ্ছে বিক্রেতা।
এদিকে এই বিষয় নিয়ে সাধারণ কেটে খাওয়া মানুষের মধ্যে জন্ম নিয়েছে ক্ষোভ, না বলতে ইচ্ছুক একজন ক্রেতা জানান বাহির দেশে রমজান মাসে দাম কমায় সিন্ডিকেট ভাঙ্গে। আর আমাদের দেশে তার ভিন্ন। এই দেশে রমজান মাস আসলে চোর বাড়ে ও রাজত্ব বেরে যায় সিন্ডিকেট ব্যবসায়ীদের, আর সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষের, এদিকে এই বিষয় নিয়ে কেউ-ই দ্বার এড়াতে পারবেনা বলেন আরেকজন ক্রেতা, ক্রেতা জানান, দোষ শুধু বিক্রেতার নায়, দোষ কিছুটা আমাদের ও আছে।
অনেকেই রমজান মাস আসলে পুরো রমজানের মাসের চেয়ে অধিক পন্য ক্রয় করে ফেলেন, আর তার প্রভাব অনেক পরে বাজারের, ক্রেতা যদি দুই তিনদিনের পন্য কেনাকাটা করে তাহলে বিক্রেতা সিন্ডিকেট করতে পারতো না ,তার সুযোগে বিক্রেতা হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অবৈধ টাকা,
এদিকে গত ২৭ ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী মোহাম্মদ রুহুল আমিন নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন যায়গায় দোকান পাট গুলো মনিটরিং করেন এবং সকল নিত্যপ্রয়োজনীয় ব্যবসায়ীদের কাছে জিনিস পত্রের অবৈধ মজুদ সিন্ডিকেট যেনো না করেন ও জিনিস পত্র যেনো সঠিকদামে ক্রেতার হাতে পৌছে সেই দিকে সবব্যবসায়ীদের আহবান জানান,এবং রমজান মাস জোরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সহনীয় থাকে সব ব্যবসায়ীদের নির্দেশ করেন।


মোঃ শফিকুল ইসলাম (মাগুরা সদর)