মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দার কুমার নদে ভেসে থাকা অজ্ঞাত যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কান্দি গ্রামের কুমার নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নগরকান্দা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র মন্ডল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেয়া তথ্যমতে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।