ধর্মের নামে কোন উগ্রবাদকে স্থান দেব না,সব ধর্মের প্রতি ভালোবাসা থাকবে : ব্যারিস্টার কায়সার
বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন,বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল।
তিনি বলেন,ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এই ধর্মের প্রচার এবং প্রসারের জন্য প্রত্যেককে কাজ করতে হবে। আমরা যেমন ধর্মীয় রীতিনীতি ধারণ করবো,আবার তেমনিভাবে ধর্মের নামে কোন উগ্রবাদকে স্থান দেব না।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা প্রদান করেন।
ব্যারিস্টার কায়সার কামাল আরো বলেন,সব ধর্মের প্রতি আমাদের ভালোবাসা থাকবে। অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের বিপদে-আপদে আমরা পাশে থাকব। আমাদের ধর্ম আমরা পালন করবো, অন্যের ধর্ম অন্যরা যাতে পালন করতে পারে সেই ব্যাপারে আমাদের সচেতন থাকবে হবে।
কলমাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে ও
ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় গত রোববার থেকে এই প্রতিযোগিতা শুরু হয়ে চলে বৃহস্পতিবার পর্যন্ত।
পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় উপজেলার ৬০টি মাদ্রাসার ১৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে পাঁচটি গ্রুপের ১৫ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ,আলেম ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


মোঃ শফিকুল ইসলাম (মাগুরা সদর)