দ্রুত পরীক্ষার দাবিতে ঢাবির অধিভুক্ত মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

দ্রুত ফাইনাল প্রফেশনাল সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সামনে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
আজ বুধবার সকালে বিএমডিসির সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাঁরা জানান, ইতোমধ্যে দুই বার তাঁদের পরীক্ষার রুটিন দিয়েও পরে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, এর ফলে, তাঁরা পড়াশোনায় ব্যাঘাতের পাশাপাশি পিছিয়ে পড়ছেন অন্যান্য বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজের শিক্ষার্থীদের থেকে। এর ফলে ক্যারিয়ারে দীর্ঘমেয়াদি জটিলতায় পড়ছেন তাঁরা।
এ সময় শিক্ষার্থীরা জানান, ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা নিয়ে এমন গরিমসির কারণে প্রায় ১২০০ শিক্ষার্থী দেড় বছর পিছিয়ে পড়েছেন। এ সময়, মার্চ মাসের মধ্যেই তাঁদের পরীক্ষা নেওয়ার দাবি জানান তারা।