দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় দুর্গাপুরে স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল

নেত্রকোণার দুর্গাপুরে ৪নং বিরিশিরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
বৃহস্পতিবার পলাশকান্দি এলাকায় এই আয়োজন করা হয়। এই ইফতার আয়োজনে দেশবাসী এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মী এবং খেটে খাওয়া সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বিরিশিরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল খালেক ও সদস্য সচিব সুলতান মাহমুদ বলেন,পবিত্র মাহে রমজানে গরীব,অসহায় ও খেটে খাওয়া সাধারণ মানুষদের নিয়ে ইফতার করতে পেরে আমরা আনন্দিত। এই আয়োজনে দেশবাসীর কল্যাণ কামনা করা হয়। এতে গণতন্ত্রের আপোষহীন নেত্রী,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে। তিনি সুস্থ হয়ে দ্রুত আমাদের মধ্যে ফিরে আসুন এই প্রত্যাশা করি।
এই ইফতার আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুল,সদস্য সচিব হিমেল সরকার, যুগ্ন আহ্বায়ক সাইফুর রহমান সরকার,মো: শহীদুল্লাহ,সুমন মন্ডল,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আশিকুল ইসলাম কমল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ,যুগ্ন আহ্বায়ক এম এস আই শিশির,পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান,সদস্য সচিব নুরুজ্জামান জনি,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল আকাশ প্রমুখ।
এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সোহেল খান,এপিপি ও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক নোমান আহমেদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বাশার বাদশা,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুল আমিন,সদস্য সচিব আব্দুর রাশিদ, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: রুবেল মিয়া,ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রনি শেখ,রুবেল আহমেদ,শাহীন মিয়া,উমর ফারুক,উজ্জ্বল তালুকদার,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেন আলফাজ,মামুন খান,এমদাদুল, লিটন,মাসুম,সোহেল,বিল্লাল,মেহের উদ্দিন,রেজাউল,রাজিব প্রমুখ।