দুর্গাপুরে পুকুর খনন রোধে কঠোর উপজেলা প্রশাসন

দুর্গাপুরে পুকুর খনন রোধে কঠোর উপজেলা প্রশাসন
জমির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খনন রোধে কঠোর অবস্থান নিয়েছে রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসন। পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও কৃষি জমি রক্ষার লক্ষ্যে একাধিক অভিযান পরিচালনা করে ইতিমধ্যে বেশ কিছু অবৈধ পুকুর খনন কার্যক্রম বন্ধ করা হয়েছে।
সম্প্রতি, উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমিতে পুকুর খননের প্রবণতা বেড়ে যাওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। কৃষকদের অভিযোগের ভিত্তিতে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে জরিমানা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
একটি চক্র সুযোগ পেলেই বাণিজ্যিকভাবে মাটি বিক্রির ধুম ফেলে দেয় উপজেলা জুড়ে। তবে ইউএনও সাবরিনা শারমিনের কঠোর পদক্ষেপে তাদের সেই আশায় গুড়েবালি পড়েছে। সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরীও এই উদ্যোগকে আরও শক্তিশালী করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, “ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন সম্পূর্ণ বেআইনি। এটি শুধু কৃষি ব্যবস্থার ক্ষতি করে না, বরং ভূগর্ভস্থ পানির স্তরেও নেতিবাচক প্রভাব ফেলে। আমরা এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করবো।”
এদিকে, উপজেলা প্রশাসনের এমন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তারা মনে করেন, প্রশাসনের কঠোর পদক্ষেপে আবাদি জমি রক্ষা পাবে এবং কৃষি উৎপাদন ব্যাহত হবে না।
অবৈধভাবে পুকুর খনন রোধ ও বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি বিক্রির চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কৃষক ও কৃষির সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।