দুমকী কৃষক দলের আংশিক কমিটি: সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক জাহিদ খান

দুমকী কৃষক দলের আংশিক কমিটি: সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক জাহিদ খান। ছবি সংগৃহীত
পটুয়াখালীর দুমকি উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের** আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জাহাঙ্গীর আলমকে সভাপতি ও জাহিদ খানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) জাতীয়তাবাদী কৃষকদল পটুয়াখালী জেলা শাখার আহবায়ক মোঃ মনিরুজ্জামান টিটু এবং সদস্য সচিব মোঃ তরেকুল ইসলাম ইবান সিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির প্রতিক্রিয়া
নবগঠিত কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন,
“দুমকি উপজেলা কৃষকদলকে সুসংগঠিত করে উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করবো।”
পূর্ববর্তী কমিটির ভূমিকা
এর আগে আহ্বায়ক কমিটিতেও জাহাঙ্গীর আলম আহ্বায়ক এবং জাহিদ খান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।