দিনাজপুর সদর উপজেলার বাহাদুর বাজারে ইজারার নামে চলছে চাঁদাবাজি

দিনাজপুর সদর উপজেলার বাহাদুর বাজারে প্রতিদিন বাজারের নামে চলছে চাঁদাবাজি। সরে জমিনে গিয়ে দেখতে পারি যে, হাসপাতাল মোড় থেকে গোলকুঠি হয়ে লিলি মোড় পর্যন্ত বিভিন্ন দোকান বসে রাস্তার উপরে। শাকসবজি তরকারির দোকান ও কলার দোকান বসে থাকে। এখান থেকে প্রতিদিন লক্ষ টাকা চাঁদাবাজি করা হচ্ছে। রাস্তার উপরে বসার জন্য জনগণ নানারূপ দুর্ভোগের শিকার হচ্ছে। সারাদিন এই রাস্তায় জ্যাম লেগেই থাকে। বিশেষ করে কেউ অসুস্থ হয় কোন অ্যাম্বুলেন্স পর্যন্ত এ রাস্তা দিয়ে ঢুকতে পারবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক বাহাদুর বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা বলেছেন, তাদের কাছে ইজারার নামে প্রতিদিন ১০০ টাকা করে নেওয়া হচ্ছে । চাঁদাবাজরা সরকারি রাস্তা পর্যন্ত বাজার বসিয়ে চাঁদাবাজি করছে এবং জনগনের হাঁটার রাস্তাও বাদ রাখেনি। এসব ব্যাপারে বলতে গেলে পৌরসভা থেকে তারা কোন সদু উত্তর দিতে পারেনি। প্রশাসন ও নিরব ভূমিকা পালন করছে। রাস্তা জনগণের হাঁটার জন্য এই রাস্তায় বাজার বসিয়ে হাজার হাজার টাকা লুটে নিচ্ছে অসাধুরা। কেউ কিছু বলতে গেলেই আসছে হুমকি,যার ফলে জনগণ এখন নিশ্চুপ হয়ে গেছে। প্রশাসনের কাছে এলাকাবাসী বিষয়টি সুষ্ঠ সমাধানের দাবি জানিয়েছেন।