দিনাজপুর সদরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.56064814, 0.19736172);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;
দিনাজপুর সদরের চারুবাবুর মোড়ে পার্টি সেন্টারে সকাল ৮ :০০ ঘটিকায় ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লীরা। তারা প্রতিবছরের ন্যায় এবার ও সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করেছেন।
সৌদি আরবের সাথে মিল রেখে তারা একদিন আগে থেকে রোজা রাখা শুরু করেছিলেন। তাই তারা ঈদুল ফিতরের নামাজ একদিন আগেই আদায় করলেন। ঈদুল ফিতরের নামাজে মুসলিম সমাগম দেখা গেছে। নামাজে অনেক মহিলা,বাচ্চারা, বৃদ্ধরা উপস্থিত ছিলেন। তারা ঈদের খুশিতে নামাজ আদায় করেছেন। সকলের মাঝে ঈদের খুশি বিরাজমান ও বিশেষ করে ছোট শোানমণিরা আনন্দে আত্মহারা।
এখানে নামাজ পড়তে আসা একজন মুসল্লী দিনাজপুর সদরের বড়বন্দরের বাসিন্দা মাজেদ আলী নাঈম বলেছেন, তারা প্রতিবছরে সৌদিআরবের সাথে মিল রেখে রোজা রাখা শুরু করেন।
ঈমাম সাহেব তার খুদবায় সকল মুসলমানদের ও ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতিতদের প্বার্শে থাকার আহবান জানান।