দিনাজপুর সদরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদের সারাদেশব্যাপী খুন,ধর্ষনও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল ও পথসভা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;
দিনাজপুর জেলা সদরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদের সারাদেশব্যাপী খুন,ধর্ষনও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তারা মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় প্রদক্ষিণ করে। মিছিলটি দিনাজপুর মডার্ন মোড়ে এসে পথ সভা করে। পথ সভায় উপস্থিত ছিলেন বাসদের আহবাহক কিবরিয়া হোসেন,
সদস্য সচিব জনক রায়,কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য নান্নু হোসেন,
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক আক্তার আজিজ, সাম্যবাদী আন্দোলনের প্রধান সংগঠক মনিরুজ্জামান মনির ও বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। তারা উক্ত পথসভায় সারা দেশব্যাপী হত্যা, ধর্ষণ, দ্রব্যের উর্ধগতি এসব সম্পর্কে আলোচনা করেন।
তারা বিভিন্ন দাবি তুলে ধরেন-
১/ গনহত্যাকারী ও ও দুর্নীতিবাজদের বিচার করো, দুর্নীতির কালো টাকা উদ্ধার কর।
২/দ্রব্যমূলক কমাও সিন্ডিকেট ভাঙবো শ্রমিক কৃষকের জন্য আর্মি রেটে রেশন দাও।
৩/তিস্তা শহর সকল অভিন্ন নদীর পানির ন্যায্য ইচ্ছা আদায় কর।
৪/মগ ভায়োলেন্স ভাঙ্গা ও জাতিগত নিপিড়ন বন্ধ কর।
৫/গণ আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ দমন পীড়ন আইন করে নিষিদ্ধ করো।
পরিশেষে জনগণকে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানায়।