দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল

দিনাজপুর প্রেসক্লাবের ১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে ১৪টি পদে কোন প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী না থাকায় উক্ত পদ সমূহে একক প্রার্থী হিসেবে ১৪ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
১৪ মার্চ ২০২৫/২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ শুধুমাত্র ‘সাধারণ সম্পাদক’ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত সাধারণ সম্পাদক পদে গোলাম নবী দুলাল ৩৬ ভোট পেয়ে বিজয়ী হোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোর্শেদুর রহমান পেয়েছেন ১১ ভোট ।
সভাপতি পদে স্বরূপ বক্সী বাচ্চু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি শাহ আলম শাহী, সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল, সহ সাধারণ সম্পাদক রতন সিং, কোষাধ্যক্ষ বিপুল সরকার সানি, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশি কুমার দাস ঝন্টু, ক্রীড়া সম্পাদক বেলাল উদ্দিন শিকদার, সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার শহীদ মাহবুব হীরু, দপ্তর সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মাসুদ রেজা ভাই, সদস্য রিয়াজুল ইসলাম, রুস্তম আলী মন্ডল, রফিকুল ইসলাম ফুলাল ও বাবু আহমেদ।