খুঁজুন
রবিবার, ১৫ জুন, ২০২৫, ১ আষাঢ়, ১৪৩২

দিনাজপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন -২৪৫ কর্তৃক একটি চোরাই ট্টাক আটক করেছে

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৩:৩২ অপরাহ্ণ
দিনাজপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন -২৪৫ কর্তৃক একটি চোরাই ট্টাক আটক করেছে

২৯/০৫/২০২৫ বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় দিনাজপুর কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে একটি চোরাই ট্রাক আটক করেছে। স্হানীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন -(২৪৫) এর সভাপতি আনোয়ারুল, সেক্রেটারি সাদাকাতুল বারী, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু কর্তৃক একটি চোরাই ট্রাক আটক করেছে। একটি আইচার ভলভো -প্রো-৫০/১৬ এইচডি ট্রাক ঢাকা মেট্রো -ট- ১৫৯০৫০ আটক করা হয়েছে।
উক্ত গাড়ীতে ট-১৫৯০৫০ নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে যার কাগজের সাথে কোন রকম মিল পাওয়া যায়নি। দেখা যায় চেসিস ও বডি সম্পুর্ন টাই আলাদা, এর সাথে কোন রকম মিল পাওয়া যায়নি।
মুলত তারা আজকে ট্রাক টার্মিনালে গাড়ীর ফিরতি টিপ নিতে এসেছিল। টিপ নিতে এসে যখন সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডুর ছেলে স্বাধীন ও মো আজাদ রহমান যখন কাগজ চায়, তখন সে কাগজ নিয়ে আসে। শ্রমিক ইউনিয়নের সদস্যরা চেসিসের সাথে যখন কাগজ মিলনো হয় তখন কাগজের সাথে চেসিস কোন মিল পাওয়া যায় নাই।

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. দুলাল হোসেন শশরা ইউনিয়ন বিএনপি’র মত বিনিময়

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. দুলাল হোসেন শশরা  ইউনিয়ন বিএনপি’র মত বিনিময়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল সদরের শশরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন।

শুক্রবার (১৩ জুন ২০২৫) ৫:৩০ ঘটিকায় সদর উপজেলার ফুলতলা বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শশরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমিরুল ইসলাম ডাল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল।

মতবিনিময় সভায় বক্তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তৃনমূলের বিএনপির নেতাকর্মীদের প্রতি আহবান জানান। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলালকে দলীয় প্রার্থী ঘোষণার জন্য বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারনি কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। কারণ এর আগে তিনি সদর উপজেলা পরিষদের নির্বাচনে বিপুর ভোটে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এসব বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলালকে দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানান তারা।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির কৃষি বিয়ষক সম্পাদক ও দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রশিদ ফজলু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরিজার রহমান তপু, সদর উপজলা বিএনপির সহ-সভাপতি ও শশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আইনুল হক, শশরা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল বারী, জেলা জাসাসের সদস্য সচিব ও শশরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির আনাফ, স্বেচ্ছাসেবক দলের নেতা মকসেদুল ইসলাম বাবু, শশরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম কচু প্রমূখ।

মতবিনিময় সভায় শশরা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মতস্যজীবী দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যাক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দুর্গাপুরে তিন ইউনিয়নে বিএনপির সম্মেলন,দলীয় রাজনীতি আরো গতিশীল করার আহ্বান

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫, ৮:২০ অপরাহ্ণ
দুর্গাপুরে তিন ইউনিয়নে বিএনপির সম্মেলন,দলীয় রাজনীতি আরো গতিশীল করার আহ্বান

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ৩ ইউনিয়নে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জুন) উপজেলার ১নং কুল্লাগড়া,২নং দুর্গাপুর ও ৩নং চন্ডিগড় ইউনিয়নে এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

১নং কুল্লাগড়া ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ হলেন, সভাপতি শাহজাহান সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম।

২ নং দুর্গাপুর ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ হলেন,সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন।

৩নং চন্ডিগড় ইউনিয়নের নব নির্বাচিত নেতৃবৃন্দ হলেন,সভাপতি আবুল খায়ের,সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূঁইয়া,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আউয়াল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, বর্তমান কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক এম রফিকুল ইসলাম,পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান ফরিদ,সদস্য সচিব হারেজ গণি সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

এই সম্মেলন ও কাউন্সিলের আলোচনা পর্বে অতিথিরা বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাসী। আমাদের রাজনীতি জনগণের কল্যাণের জন্য,দেশের সমৃদ্ধির জন্য। এই সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে দলের রাজনীতি আরো চাঙ্গা হলো। নব নির্বাচিত নেতৃবৃন্দ আরো নিবেদিতভাবে কাজ করবেন।

বিএনপি নেতৃবৃন্দ আরো বলেন,দেশের সামগ্রিক কল্যাণে আমরা সর্বদাই নিবেদিত। যেকোন প্রকার বিভেদ ভুলে সকলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিতভাবে এগিয়ে নিতে হবে। দেশের মানুষের জন্য দেশনায়ক তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। দলীয় নেতা-কর্মীদের তিনি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। আমরা সকলেই তা যথাযথভাবে পালন করবো। রাজনীতির সুন্দর চর্চার মাধ্যমে আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামালের হাত আরো বেশি শক্তিশালী করতে হবে। ভালো রাজনীতিই পারে দেশ ও জাতির কল্যাণ সাধন করতে। সে ব্যাপারে সকলের আরো বেশি মনোনিবেশ করতে হবে।

সমাজ উন্নয়নে পেশাজীবীদের ভুমিকা শীর্ষক সেমিনার করলো- কচাকাটা পেশাজীবী ফাউন্ডেশন

মোঃ মাইদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১০:২০ অপরাহ্ণ
সমাজ উন্নয়নে পেশাজীবীদের ভুমিকা শীর্ষক সেমিনার করলো- কচাকাটা পেশাজীবী ফাউন্ডেশন

কুড়িগ্রামের কচাকাটায় সমাজ উন্নয়নে পেশাজীবীদের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ জুন কচাকাটা কলেজ হলরুমে মোঃ নুর ইসলাম, জয়েন্ট ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক এর সভাপতিত্বে এই সেমিনার আয়োজন করে কচাকাটা পেশাজীবী ফাউন্ডেশন।

সেমিনারে সমাজ উন্নয়নে পেশাজীবীদের ভুমিকার বিভিন্ন দিক তুলে ধরে একটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। পরে এ বিষয়ে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সমাজ সেবক আলোচনায় অংশ নেন।

গবেষণাপত্র উপস্থাপন করেন জনাব মোঃ আব্দুল হাকিম, লেখক ও সৌদি আরব প্রবাসী।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) কচাকাটা থানা।

এছাড়াও সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ লুৎফর রহমান দুলু,ডিজিএম (অব.), মাওলানা মোঃ হানিফ উদ্দিন, অধ্যক্ষ (অব), অধ্যক্ষ, কচাকাটা কলেজ, অধ্যক্ষ, বলদিয়া ডিগ্রি কলেজ, অধ্যক্ষ, কচাকাটা মহিলা কলেজ, প্রধান শিক্ষক কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়, সুপার, কচাকাটা বাজার দ্বিমুখী দাখিল মাদরাসা, প্রধান শিক্ষক কচাকাটা বালিকা বহুমূখী উচ্চ বিদ্যালয়, চেয়ারম্যান, কেদার, কচাকাটা ও বলদিয়া ইউনিয়ন পরিষদ।

উক্ত সেমিনারে কচাকাটা থানার বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তি, ব্যাংকার, প্রকৌশলী, শিক্ষাবিদ, গবেষক ও সমাজ সেবকবৃন্দ উপস্থিত ছিলেন।