দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীস দিনাজপুর জেলা শাখার উদ্যোগে গাজাবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীস দিনাজপুর জেলা শাখা উদ্যোগে গাজাবাসীরা উপর ইতিহাসের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে জেলা আহলে হাদীস মসজিদের সামনে একটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শুক্রবার ১১/৪/২০২৫ইং তারিখে জুম্মার নামাজের পর তারা আহলে হাদীস জামে মসজিদের গেটে তারা ফিলিস্তিনে হামলার ধিক্কার জানাচ্ছে। হামলায় ইসরাইলি বাহিনীর হাতে শিশু নারীসহ হাজার হাজার মুসলিম জঘন্যতম হত্যাযজ্ঞের শিকার হচ্ছে। লাখ লাখ বাড়ি ঘর এমনকি হাসপাতালগুলো বৌমার আঘাতে গ্রুপে পরিণত হচ্ছে। খাদ্য ও চিকিৎসা বিহীন দিনের নিপীড়িত অসহায় মুসলিমরা আজ জীবন মরণ সন্ধিক্ষণে চরম মানবেতর জীবন যাপন করছে।
আজ গাজায় পিতৃ মাতৃহীন অনাথ শিশু বিধবার সংখ্যা পরিমাপযোগ্য নয় এবং দিন দিন বাড়ছে এই সংখ্যা। মাথা গোজার আশ্রয় তো দূরের কথা এক বেলা খাবার, চিকিৎসা কিংবা তৃষ্ণা নিবারনের পানীয় তাদের কাছে দুষ্প্রাপ্য। কিন্তু ইতিহাসের জঘন্যতম গণহত্যার ঘটনায় বিশ্ব বিবেক নিরব, জাতিসংঘ সহ মানবাধিকার নামধারী সংস্থাগুলোর দায়িত্ব আজ কেবল সংবাদ সম্মেলন আর বিবৃতির মাঝেই সীমাবদ্ধ।
উক্ত সভায় দিনাজপুর জেলা জমিঈতে আহলে হাদীস এর সভাপতি মো আব্দুল জলিল আল মাদানী ও জমঈয়তে শুব্বানে আহলে হাদীস এর সহ-সভাপতি হাফেজ রাশিদুল ইসলাম সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।