দিনাজপুরে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতারে হামলা

দিনাজপুরের বীরগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে হামলা চালিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এতে জামায়াতের চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেওলি বাজারের পাশে আব্দুল্লাহ মাস্টারের চাতালে এ ঘটনা ঘটে।
জামায়াত নেতারা জানান, প্রথমে ইফতার মাহফিলের স্থান ছিল বাজার মসজিদের সঙ্গেই, যেখানে বিএনপি এবং সুশীল সমাজের ইফতার মাহফিল হয়। কিন্তু ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুল ও তার ভাই আসাবুদ্দিন বাধা দেন। পাশাপাশি হুমকি দেন সেখানে জামায়াতকে ইফতার মাহফিল করতে দেওয়া হবে না। ফলে সংঘাত এড়াতে আব্দুল্লাহ মাস্টারের চাতালে ইফতার মাহফিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইফতারের কার্যক্রম শুরু করতেই ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুল ও তার ভাই আসাবুদ্দিনের নেতৃত্বে জামায়াতকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে আনিসুর রহমান আনিস ও দেলোয়ারসহ কয়েকজন গুরুতর আহত হন। তাদের বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
অভিযোগ্র প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি নেতা মাহাবুল বলেন, কোনো হামলার ঘটনা ঘটেনি।
ইউনিয়ন বিএনপির সভাপতি সহিমদ্দিন মাস্টার বলেন, আমি কিছুই জানি না। তবে মাহাবুল ইসলাম আমাদের দলীয় লোক এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। আমরা মঞ্জু গ্রুপের সদস্য।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীর কোনো ক্ষমা নেই।
আয়োজকরা একবার মাহফিল স্থগিতের ঘোষণা দিলেও পরবর্তীতে উপজেলা আমির কারি আজিজুর রহমান, ঘোষিত এমপি প্রার্থী মতিউর রহমানের দিকনির্দেশনায় ইফতার ও দোয়া মাহফিল সফল করা হয়েছে।
ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী মোহাম্মদ আব্দুর রহমান ও ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুল্লাহ জানান, ইফতার মাহফিলের প্রস্তুতি নেওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। এতে আমাদের চারজন আহত হয়েছেন।
বীরগঞ্জ থানার ওসি আবদুল গফুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এটি তেমন বড় ঘটনা নয়।