দিনাজপুরে নববধূকে ধর্ষণ ও হত্যায় ওসির অপসারনের দাবিতে মহাসড়ক অবরোধ


দিনাজপুর চিরিরবন্দরের আমবাড়ীতে নববধূ তানিয়াকে ধর্ষণ ও হত্যার বিচার ও চিরিরবন্দর ওসির আব্দুল ওয়াদুদকে অপসারণে দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ
বুধবার (১২ মার্চ) বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে দিনাজপুর টু গোবিন্দগঞ্জ মহাসড়কের আমবাড়ী বাজারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।
নববধূ তানিয়া আক্তারের স্বামী আব্দুর রহিম ও স্বামীর দুই দুলাভাই বাসর রাতেই মেয়েকে ধর্ষণের পর গলাচিপে হত্যা করে। এরই প্রতিবাদে আমবাড়ী মহাসড়ক রাস্তাধ করে কয়েক হাজার বিক্ষুব্ধ ছাত্র জনতা। এতে করে মহাসড়কের দুই পাশের শত শত যানবাহন আটকে যায়।
নিহত তানিয়ার চাচাতো ভাই হামিদুল মোল্লা বলেন, বাসর রাতেই তানিয়াকে যৌন উত্তেজনাকর ওষুধ খেয়ে স্বামী আবদুল রহিম ও তার দুই ভগ্নিপতি মনজুরুল ইসলাম ও শামসুল ইসলাম তিনজনে মিলে গণধর্ষণ করে। এক পর্যায়ে নববধূ তানিয়া বিষয়টি তার পরিবারের লোকদেরকে জানিয়ে দেবে এমন হুমকি প্রদান করায় তানিয়াকে তিনজন মিলেই হত্যা করে।
উল্লেখ্য যে গত রোববার (১০ মার্চ) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নববধু তানিয়া আক্তার (১৮) দিনাজপুর পার্বতীপুর উপজেলার কুড়িয়াইল গ্রামের আবু তালেবের মেয়ে। মামলা রুজু করার সময় মূল দুই আসামি শামসুল ইসলাম ও মঞ্জুরুল ইসলামের নাম বাদ দেওয়ায় ওসি আব্দুল ওয়াদুদ চিরিরবন্দর ওসির অবসরণ দাবি করেছে এলাকাবাসী।