দিনাজপুরে ধীরগতিতে চলছে রাস্তার সংস্কারকাজ, ভোগান্তিতে স্থানীয়রা

দিনাজপুরে ধীরগতিতে চলছে রাস্তার সংস্কারকাজ, ভোগান্তিতে স্থানীয়রা। ছবি মাসুদুর রহমান
দিনাজপুর শহরের বেশিরভাগ সড়ক বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলো খানাখন্দে ভরা, যার ফলে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে বালুবাড়ি থেকে রেলবাজার সংযোগ সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে চলমান থাকলেও এখনো শেষ হয়নি।
স্থানীয় বাসিন্দা নাঈম, রাসেল, ফারহান ও পিংকির মতে, বিগত ছয় মাস ধরে এই সড়কের সংস্কারকাজ চলছে, কিন্তু ধীরগতির কারণে তা এখনো সম্পন্ন হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, ঠিকাদারের অনুপস্থিতির কারণে কাজ থমকে ছিল। তবে বর্তমানে তার আত্মীয় কাজটি পরিচালনা করছেন এবং দ্রুতই সংস্কার শেষ হবে বলে আশা করা হচ্ছে।
অবিলম্বে রাস্তার সংস্কার শেষ করে জনদুর্ভোগ কমানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।