দিনাজপুরে একটি এগারো বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;
দিনাজপুর জেলার অন্তর্গত বাঙ্গিবেঁচা ব্রিজ সংলগ্ন খালপাড় গ্রামে একটি ১১ বছরের মেয়েকে বাচ্চাকে ধর্ষণের চেষ্টা করে একজন বয়স্ক মানুষ। মেয়েটির নাম মরিয়ম আক্তার মোহনা (১১) পিতার নাম মুনসুর আলী মাজাডাঙ্গা,খালপাড়,বিরল, দিনাজপুর।
ভুক্তভোগীর মেয়েটির কথা অনুযায়ী নাজিম উদ্দিন সরকার, পিতা-মৃত আব্দুল মজিদ, গ্রাম- সুইহারী ৬নং ওয়ার্ড দিনাজপুর সদর, দিনাজপুর উক্ত ব্যক্তি তাকে ও তার বান্ধবী আনিকা ও শিরিন কে ডেকে নিয়ে একটি নির্জন স্থান সুইজগেট এর নিচে নিয়ে যায়। নিয়ে যেয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় হাতাহাতি করে ও ধর্ষণের চেষ্টা করে। এতে মেয়েটি অনেক ভয় পেয়ে যায় ও কান্নাকাটি করে। এতে সে ও তার বান্ধবীরা ভয়ে দৌড়ে পালিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে তার মাকে জানায়।
ততহ্মনে এলাকায় জানাজানি হয়ে যায়। এলাকার মেম্বার মিলে ঘটনা মিমাংসার চেস্টা করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাদশা ইবনে ফয়সাল, রিশাদ রায়িন স্নিগ্ধরা বাঁধা দেয়। পরে দিনাজপুর সদর থানার ওসি মতিউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেন।
এদিকে দিনাজপুর প্রেসক্লাব সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়ে পড়ায় ঘটনাটি আর ধামাচাপা দিতে পারেনি। পরে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে।
ওসি মতিউর রহমান বলেন, মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেছিল। পুলিশ দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়। এখন এলাকার আইন শৃঙ্খলা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।