তৌহিদী জনতার ব্যানারে দিনাজপুর ঢাকা মহাসড়ক অবরোধ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;
রবিবার ( ৬ এপ্রিল) সকাল ৯টায় বিশ্বনবী হযরত মুহাম্মদ ( সা:) নিয়ে কটুক্তি করায় দিনাজপুর সদর উপজেলার মোহনপুর ব্রিজে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তৌহিদি জনতা ও মুসুল্লিরা।
গত বুধবার (২ এপ্রিল ২০২৫) তারিখে দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের বনতাড়া বালুপাড়া গ্রামের সবুজ দাস নামে যুবক ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, “তোমার নবী তো লুচ্চা ৫৩ বয়সে ৬ বছরের আয়েশাকে বিয়ে করেছেন কেমন নবী তোমার।”
স্থানীয় এলাকাবাসী ফেসবুকের এ স্ট্যাটাস দেখে ক্ষিপ্ত হয়ে দিনাজপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে। এতে দিনাজপুর থেকে ঢাকাগামী সকল যানবাহন অবরুদ্ধ হয়ে পড়ে।
তৌহিদী জনতার ব্যানারে দিনাজপুর ঢাকা মহাসড়ক অবরোধ কর্মসূচীতে উপস্থিত ছিলেন মওলানা মতিউর রহমান কাসেমী ইসলামী আন্দোলনের সভাপতি, মুফতি খায়রুজ্জামান ও সকল স্তরের তৌহিদী জনতা।
এ ঘটনার প্রতিবাদে ও অপরাধীর শাস্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছে দিনাজপুরবাসি। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।