তারাগঞ্জে স্কাউট কাব কার্নিভাল উদ্বোধন করেন ডিআইজি আমিনুল ইসলাম।

সোমবার (২৩ জুন ) দুপুর ২টায় তারাগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় স্কাউটস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী এ কার্নিভাল-২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউট প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং উপজেলা স্কাউটস এর উদ্যোগে আয়োজিত কার্নিভাল অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউট নির্বাহী কমিটির সভাপতি তারাগঞ্জ উপজেলা শাখা মোঃ রুবেল রানা। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ স্কাউট কাব কার্নিভাল তারাগঞ্জ উপজেলা শাখা সুজালুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, এম,এ ফারুক অফিসার ইনচার্জ তারাগঞ্জ এবং সেই সঙ্গে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুসরাত জাহান, আব্দুর রাজ্জাক, এবং রংপুর জেলা কাব লিডার ও মনিটরিং টিম নাহিদ আক্তার পারভীন।
এতে তারাগঞ্জ উপজেলার ৩০টি বিদ্যালয়ের কাব স্কাউট সদস্যরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের অতিথিরা বলেন, শিশুদের চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাব কার্নিভালের মতো আয়োজনগুলো শিশুদের মাঝে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সৃজনশীলতা বাড়ায়।