বর্তমানে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে নানা দক্ষতা অর্জন করা যাচ্ছে বিভিন্ন ই-লার্নিং প্ল্যাটফর্মে। সম্ভাবনাময় এ সেক্টরে যুক্ত হতে যাচ্ছে ‘ফিউচার ফ্রিল্যান্সার একাডেমি’।প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সাতক্ষীরা তরুণ উদ্যোগতা ও ফ্রিল্যান্সার মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিম বর্তমানে নলতা মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞান বিভাগের দশম শ্রেনীর ছাত্র। দুইবছর যাবত এ সেক্টরে আছেন একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হিসাবে। মোহাম্মদ ইব্রাহিম একুশে বার্তাকে, জানান তার ভবিষ্যৎ পরিকল্পনা তরুণদের নিয়ে। ইতিমধ্যে সে বেশ কয়েকটা প্রতিষ্ঠানের হয়ে কাজ করছে। তার ইচ্ছে এমন কিছু করা যাতে দেশের বেকারত্ব দূর হয় এবং যুবকরা বাবার টাকায় স্বনির্ভর না হয়ে নিজের ইনকাম দিয়ে স্বনির্ভর হতে পারে এবং পরিবারের পাশে দাড়াতে পারে। তার কাছে এ সেক্টর সম্পর্কে জানতে চাইলে বলেন, যদি আইটিতে ক্যারিয়ার গড়তে চান তাহলে অনেক শ্রেণীবিভাগ রয়েছে তারমধ্যে জনপ্রিয় কয়েকটি হলো। (১) ডিজিটাল মার্কেটিং (২) গ্রাফিক্স ডিজাইন (৩) ওয়েভ ডেভেলপমেন্ট (৪) ভিডিও এনিমেশন (৫) ই-কমার্স ডেভেলপমেন্ট (৬) ইউটিব কন্টেন্ট ক্রিয়েট চাইলে এগুলো ছাড়াও ইলেক্ট্রনিক কাজ, মোবাইল ইঞ্জিনিয়ারিং ইত্যাদিও শিখতে পারেন, এগুলোর ডিমান্ড ইন ফিউচারে বাড়বে আর এগুলো শেখার পর কাজ পাওয়া পযর্ন্ত অনেক ধৈর্য্য দরকার পর্যাপ্ত ডেডিকেশন না থাকলে এ সেক্টরে এসে কেও সফল হতে পারবেনা। যেই কাজটি আপনার ভালো লাগে আপনি সেই কাজটি নিয়ে এগিয়ে যান তাহলেই সফলতা দ্রুত ধরা দিবে। তাই বলবো সবকিছু মাথায় রেখে তারপর ডিসিশন নিবেন। বর্তমানে বাংলাদেশে অনেকে আপনার আশপাশে এ সেক্টরে আছে তাদের থেকেও পরামর্শ নিন তারপর ডিসিশন নিন।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।