টেকনাফে আপত্তির মুখে মুছে ফেলা হলো ‘জেন্ডার সমতা’ গ্রাফিতি

টেকনাফে আপত্তির মুখে মুছে ফেলা হলো ‘জেন্ডার সমতা’ গ্রাফিতি
কক্সবাজারের টেকনাফে উপজেলা পরিষদের দেয়ালে আঁকা ‘জেন্ডার সমতা’ শীর্ষক একটি গ্রাফিতি স্থানীয় কিছু ছাত্রের আপত্তির পর মুছে ফেলা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গ্রাফিতির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট দিতে দেখা যায় কয়েকজনকে।
রোবায়েত হোছাইন নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, “টেকনাফ উপজেলার দেওয়ালিকা থেকে আধা ঘণ্টার মধ্যে যদি এটা সরানো না হয় তাহলে আলেম সমাজকে আপনাদের মাথার উপর ভেঙে দিব, ইনশাআল্লাহ।” পরে ৩০ মিনিটের মধ্যে তিনি আরেকটি পোস্টে জানান, “সরানো হচ্ছে দেওয়ালিকাটি। ইসলাম ও সমাজ রক্ষার বিষয়ে ছাত্ররা বদ্ধপরিকর।”
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “সেভ দ্য চিলড্রেন নামে একটি সংস্থা এই গ্রাফিতিটি করেছিল। ছাত্ররা প্রতিক্রিয়া দেখিয়েছে শুনেছি। ওরা ভুল বুঝেছে, জেন্ডার সমতা মানে তারা মনে করেছে সমকামিতা। জেন্ডার সমতার অর্থ বুঝেনি। না বুঝে ১০-১২ জন আক্রমণ করে এটা মুছে দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি।”
তবে এ বিষয়ে এখনো বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন-এর বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে।