সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ‘১৭ জুন রাত ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি বাজার এলাকায় বাসচাপায় পুলিশ কনস্টেবল মারুফুল ইসলাম নিহত হন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। তিনি ছুটি নিয়ে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া এলাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।’
তিনি আরও বলেন, ‘চালক সুজন দে ঘটনার পরপরই আত্মগোপন করে এবং হেলপার সাজ্জাদ হোসেনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় নিহত পুলিশ কনস্টেবলের মা বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা করেন।’
Like this:
Like Loading...
Related
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।