জামালপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল স্টাফ পলাতক

জামালপুর সদর উপজেলার নান্দিনা তালুকদার ডায়াগনস্টিক ও হাসপাতালে ভুল চিকিৎসার কারণে লিপি বেগম নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। লিপি বেগম শ্রীপুর ভালুকা পূর্বপাড়ার ফরিদ মিয়ার স্ত্রী।
অপারেশনের পর অবস্থার অবনতি
স্বাভাবিক প্রসবের জন্য হাসপাতালে ভর্তি করা হলেও, পরবর্তীতে সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। অপারেশনের পর রোগীর অবস্থা সংকটাপন্ন হলে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তিনি মারা যান।
হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনরা হাসপাতালে বিক্ষোভ করেন। ঘটনার পরপরই হাসপাতালের সব চিকিৎসক, নার্স ও স্টাফ পালিয়ে যান।
স্বামীর অভিযোগ ও পুলিশের প্রতিক্রিয়া
নিহতের স্বামী ফরিদ মিয়া অভিযোগ করেছেন, ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা রোগীকে বাঁচানোর যথাযথ চেষ্টা করেননি, এমনকি উপযুক্ত চিকিৎসা না দিয়েই রেফার্ড করেছেন।
জামালপুর থানার ওসি আবু মো. ফয়সাল জানান, ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।