ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে টেকনাফের প্রধান শিক্ষক বরখাস্ত

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে টেকনাফের প্রধান শিক্ষক বরখাস্ত
কক্সবাজারের টেকনাফের কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকবর সাজ্জাদ-এর বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) কক্সবাজার জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত এক আদেশে এ বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।
তদন্তে প্রমাণিত অভিযোগ
জেলা শিক্ষা অফিসারের চিঠিতে জানানো হয়, টেকনাফ উপজেলার কচুবনিয়া এমপি বদি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকবর সাজ্জাদের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রশাসনের বক্তব্য
জেলা শিক্ষা অফিসার মো. শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন,
“প্রধান শিক্ষক আলী আকবর সাজ্জাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। সত্য সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানাই। পাশাপাশি, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা না ঘটে, সে জন্য শিক্ষকদের আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”
এ বিষয়ে টেকনাফ উপজেলার নতুন প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান আরজু জানান,
“বরখাস্তের ফলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।”
গোপন সূত্রের অভিযোগ
একজন শিক্ষক, নাম প্রকাশ না করার শর্তে, বলেন,
“এর আগেও আলী আকবর সাজ্জাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছিল। কিন্তু উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হলেও অদৃশ্য কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তিনি আরও সাহস পেয়ে যান। তার বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।”
এই বরখাস্তের সিদ্ধান্তকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে এমন অন্যায় রোধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে।