খুঁজুন
বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র, ১৪৩১

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে টেকনাফের প্রধান শিক্ষক বরখাস্ত

ওসমান / জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৭:৩১ অপরাহ্ণ
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে টেকনাফের প্রধান শিক্ষক বরখাস্ত

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে টেকনাফের প্রধান শিক্ষক বরখাস্ত

কক্সবাজারের টেকনাফের কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকবর সাজ্জাদ-এর বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) কক্সবাজার জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত এক আদেশে এ বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

তদন্তে প্রমাণিত অভিযোগ

জেলা শিক্ষা অফিসারের চিঠিতে জানানো হয়, টেকনাফ উপজেলার কচুবনিয়া এমপি বদি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকবর সাজ্জাদের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রশাসনের বক্তব্য

জেলা শিক্ষা অফিসার মো. শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন,
“প্রধান শিক্ষক আলী আকবর সাজ্জাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। সত্য সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানাই। পাশাপাশি, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা না ঘটে, সে জন্য শিক্ষকদের আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

এ বিষয়ে টেকনাফ উপজেলার নতুন প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান আরজু জানান,
“বরখাস্তের ফলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।”

গোপন সূত্রের অভিযোগ

একজন শিক্ষক, নাম প্রকাশ না করার শর্তে, বলেন,
“এর আগেও আলী আকবর সাজ্জাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছিল। কিন্তু উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হলেও অদৃশ্য কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তিনি আরও সাহস পেয়ে যান। তার বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।”

এই বরখাস্তের সিদ্ধান্তকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে এমন অন্যায় রোধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে।

বাড়িতে ফিরল বিজিবি সদস্য বেলালের নিথর দেহ

ওসমান / জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ২:৫৭ অপরাহ্ণ
বাড়িতে ফিরল বিজিবি সদস্য বেলালের নিথর দেহ

এবারের ঈদে কর্মস্থল থেকে ছুটি পেয়েছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোহাম্মদ বেলাল হাসান। ছুটিতে তিনি বাড়িতে যেতে চেয়েছিলেন। কিন্তু ছুটির আগেই বাড়িতে এলো তার নিথর দেহ। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের নিয়ে সাগরে ডুবে যাওয়া একটি নৌযানে উদ্ধার অভিযান
চালাতে গিয়ে পানিতে পড়ে মারা যান বেলাল হাসান (৩৫)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের বজলুর রহমানের ছেলে। প্রায় ১১ বছর আগে তিনি বিজিবিতে যোগ দেন। তিনি শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে সিপাই হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী ও দুই মেয়ে নিয়ে তার সংসার। বড় মেয়ের বয়স ৮ বছর, ছোট মেয়ের দেড় বছর। মুরাদনগরের কাজিয়াতল গ্রামে জানাজা শেষে বেলাল হাসানকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। এর আগে বেলালের মরদেহ কক্সবাজার থেকে বাড়িতে আসে। বেলাল হাসানের অকাল মৃত্যুতে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। তার মা-বাবা, স্ত্রী রোকসানা খানম প্রিয়জনকে হারিয়ে চিৎকার করে বারবার মূর্ছা যাচ্ছিলেন।
বেলালের স্ত্রী রোকসানা খানম বলেন, ‘ঈদে বাড়ি এসে আমাদের নিয়ে আনন্দ করবেন, এজন্য তিনি ছুটি নিয়েছিলেন। কথা ছিল ২৫ তারিখে বাড়ির উদ্দেশে রওনা দেবেন। কিন্তু তার সব স্বপ্ন সাগরেই ভেসে গেল। এখন আমরা কী নিয়ে বাঁচবো? দু’টি অবুঝ শিশুসন্তান নিয়ে এখন কোথায় দাঁড়াবো? আমার দু’টি মেয়ে কাকে বাবা বলে ডাকবে?’ বেলালের বাবা বজলুর রহমান বলেন, ‘কয়েক দিন আগে সে (বেলাল) বললো, “বাবা, ২৫ তারিখ থেকে আমার ছুটি মঞ্জুর হয়েছে। আমি টাকা পাঠিয়েছি। আপনি আপনার মতো করে সবার জন্য নতুন জামাকাপড় কিনে নিবেন। আমি আসছি, সবাই এবার অনেক আনন্দ করবো।” আমার সেই ছেলেকে আজ কবরে চিরঘুম পাড়িয়ে আসলাম। আমার বুকটা ফেটে যাচ্ছে।’

বেলাল হাসানের ভাই নাজমুল হাসান জানান, ‘গত শনিবার বিকালে বিজিবি থেকে আমাদের বাড়িতে দু’জন লোক আসেন। তারা জানান, আমার ভাই বেলাল হাসান শনিবার ভোরে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা উদ্ধারকালে সাগরে নিখোঁজ হয়েছেন। গত রোববার দুপুরে আমরা কুমিল্লা বিজিবি ক্যাম্পে যাই। তখন খবর আসে আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে।’ মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, টেকনাফে বিজিবির সিপাই বেলাল হাসানের মৃত্যুর খবর তারা পেয়েছেন। তার বাড়িতে খোঁজখবর রাখা হচ্ছে। সরকারিভাবে যে নির্দেশনা আসবে, তা বাস্তবায়ন করা হবে।

জানা যায়, শনিবার ভোরে কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের কাছ দিয়ে রোহিঙ্গাদের একটি নৌকা অবৈধভাবে সাগরপথে বাংলাদেশে আসছিল। পথে প্রবল স্রোতে নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে সৈকতের পাশে কর্তব্যরত বিজিবির সদস্যরা তৎক্ষণাৎ স্থানীয় জেলেদের সঙ্গে নিয়ে সেখানে যান। তারা ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন। উদ্ধারকাজ চলাকালে সমুদ্র উত্তাল ছিল। এ সময় বিজিবির সদস্য বেলাল হাসান পা পিছলে সাগরে পড়ে যান। রোববার দুপুর সোয়া ১২টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জিরো পয়েন্ট সৈকত এলাকায় লাশটি ভেসে আসে।

কক্সবাজারে পাঁচ বালুমহাল ইজারা না দিতে ১৩ সরকারি কর্মকর্তাকে আইনি নোটিশ

ওসমান / জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ২:৫১ অপরাহ্ণ
কক্সবাজারে পাঁচ বালুমহাল ইজারা না দিতে ১৩ সরকারি কর্মকর্তাকে আইনি নোটিশ

কক্সবাজারে সংরক্ষিত বনের নিকটবর্তী পাঁচ বালুমহাল ইজারা না দিতে দুই সচিবসহ সরকারি ১৩ কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) পক্ষ থেকে গতকাল মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠান বেলার আইনজীবী জাকিয়া সুলতানা। নোটিশে এ বিষয়ে নেওয়া পদক্ষেপ সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট আইনজীবীকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

নোটিশে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালি-১, রামু উপজেলার ধলিরছড়া ও পানিরছড়া এবং উখিয়া উপজেলার পালংখালী ও হিজলিয়া বালুমহাল বিলুপ্ত ঘোষণা করে ইজারাবহির্ভূত রাখতে বলা হয়। একই সঙ্গে উল্লেখিত বালুমহালগুলো ইজারাযোগ্য বালুমহালের তালিকাবহির্ভূত না করা পর্যন্ত ইজারা বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিতের অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে খুটাখালি খালের সীমানা নির্ধারণ করে খালটি রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে নোটিশে।
যাঁদের নোটিশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব; প্রধান বন সংরক্ষক; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক; চট্টগ্রাম বিভাগীয় কমিশনার; কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার; চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক; কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা; কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা; চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা; রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টে নিযুক্ত বেলার আইনজীবী এস হাসানুল বান্না ও ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) প্রধান নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম খলিল।

নোটিশে বলা হয়েছে, ১৪৩২ বাংলা সনে ইজারা দেওয়ার লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসক ইজারাযোগ্য ২৭টি বালুমহালের তালিকা প্রস্তুত করে ১১ মার্চ ইজারা বিজ্ঞপ্তি জারি করেছেন। ইজারাযোগ্য ২৭টি বালুমহালের মধ্যে চকরিয়া উপজেলার খুটাখালি ১, রামু উপজেলার ধলিরছড়া ও পানিরছড়া বালুমহাল, উখিয়া উপজেলার পালংখালী ও হিজলিয়া অন্যতম। খুটাখালি-১ বালুমহাল মূলত একটি খাল, যা স্থানীয়ভাবে খুটাখালি খাল নামে পরিচিত। এটি সংরক্ষিত বনভূমির পাশে অবস্থিত। এ বনাঞ্চল বিপন্ন এশিয়ান বন্য হাতির বিচরণ ক্ষেত্র। বানর, হনুমান, বন মোরগ, শূকর, শজারু, হরিণ, শিয়াল, বনবিড়ালসহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী রয়েছে এ বনে। এর আগে এ বালুমহাল ইজারা দেওয়ার কারণে সংরক্ষিত বনভূমির পাহাড়ধসে সংরক্ষিত বন ও বাগানের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এতে খালের গতিপথ পরিবর্তিত হওয়ায় বিগত ১৪২৯, ১৪৩০ ও ১৪৩১ বঙ্গাব্দে ইজারা দেওয়া হয়নি। রামু উপজেলার ধলিরছড়া, পানিরছড়া বালুমহাল, উখিয়া উপজেলার পালংখালী ও হিজলিয়া বালুমহালও বনভূমির ১০০ ফুট দূরত্বের মধ্যে অবস্থিত। ইতিমধ্যে বনভূমি, বন্য প্রাণী ও জীববৈচিত্র্য ধ্বংসের আশঙ্কায় উল্লিখিত বালুমহালের ইজারা না দেওয়ার অনুরোধ জানিয়ে বন বিভাগের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে চিঠিও দেওয়া হয়েছে।

ভোগান্তিতে দুমকী বিটিসিএলের গ্রাহকেরা, বন্ধ ইন্টারনেট সেবা

মোঃ রিয়াজুল ইসলাম | স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১:৫১ অপরাহ্ণ
ভোগান্তিতে দুমকী বিটিসিএলের গ্রাহকেরা, বন্ধ ইন্টারনেট সেবা

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের(বিটিসিএল) নিম্মমানের সেবা ও ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন পটুয়াখালীর দুমকী উপজেলার গ্রাহকরা।

টেলিফোন লাইনে মোটামুটি সংযোগ পাওয়া গেলেও গত বেশ কয়েক দিন ধরে বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা এমন অভিযোগ করেছেন গ্রাহকরা।

এতে একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছেন অপরদিকে বিটিসিএলের স্বল্প মূল্যের ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকেরা। এদিকে দুমকীতে বিটিসিএলের ২৫০ ইন্টারনেট সংযোগ দেওয়ার সক্ষমতা থাকলেও তা কমতে কমতে এখন সংযোগ রয়েছে মাত্র ৩ টি।

এছাড়াও বিটিসিএলের কাঙ্খিত সেবা না পাওয়ার পেছনে কোনো গভীর ষড়যন্ত্র কাজ করছে কি-না তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আহমেদ পারভেজ জানান, এতোদিন টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন থাকার পরে আজ আবার সংযোগ দিয়ে গেছে দুমকী বিটিসিএলের অফিস থেকে। ইন্টারনেট সেবা এখনো পাইনি।

উপজেলার ফোরসাইট মেডিকেল ইনিস্টিউটের পরিচালক সৈয়দ মজিবর রহমান টিটু অভিযোগ করে জানান, কিছু দিন আগে লাইনে একটা বিপর্যয় দেখা দিয়েছিল। বারবার তাগাদা দিয়ে টেলিফোন লাইন সংযোগ পেলেও ইন্টারনেট সংযোগ দিতেই পারেনি। উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেও তেমন কোন সারা পাচ্ছি না।

বিটিসিএলের জেলা কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক(বহিঃ) মোঃ আজিমুল্লাহ হক তামিম বলেন, কপারের তারের লাইনের চেয়ে ফাইবার অপটিক্যাবলের লাইনে ইন্টারনেট সেবা উন্নত মানের। দুমকী উপজেলাকে সর্বোচ্চ ডিমান্ডিং এরিয়া উল্লেখ করে উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখতভাবে চাহিদা দেয়া হয়েছে।

তবে প্যানেল সমস্যার জন্য এমনটি হচ্ছে বলে একুশে বার্তাকে জানিয়েছেন বিটিসিএল বরিশালের উপ-মহাব্যবস্থাপক (টেলিকম) মো. শামীম ফকির। প্যানেল চেয়ে বিটিসিএলের ঢাকা অফিসে দ্রুতই চাহিদা পাঠানো হবে এবং প্যানেলটি আসলে ইন্টারনেট সেবা পূর্বের মত পাওয়া যাবে বলে জানান এই কর্মকর্তা। ইন্টারনেট সেবার মানোন্নয়নে কোন ষড়যন্ত্র কাজ করছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে এটা সত্য নয়। আধুনিক টেকনোলজির সাথে আসলে ব্যাকডেটেড কপারের লাইনের সাথে যায় না। 

প্রসঙ্গত, ১৯৯৪ সালের ৩০ সেপ্টেম্বর তৎকালীন ধর্ম মন্ত্রী এম কেরামত আলী দুমকী টেলিফোন এক্সচেইঞ্জের নূতন ভবনের উদ্ভোদন করেন। গ্রাহক সেবা উন্নত এবং আরও সমৃদ্ধ করার লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলকে সাতটি ভাগে বিভক্ত করে ২১ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে গত বছরের ১৮ ফেব্রুয়ারি ‘র‌্যাপিড রেসপন্স টিম’ নামে একটি টিম তৈরি করা হয়েছে। যার মধ্যে ৫ নম্বরে রয়েছে বরিশাল বিভাগ। এ টিম গ্রাহকদের যে কোনো প্রকার অভিযোগ দ্রুততম সময়ের মধ্যে সমাধান করার জন্য আন্তরিকভাবে কাজ করবে বলে প্রতিশ্রুতি রয়েছে।