চাঁপাইনবাবগঞ্জে ২,৩২,৮৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে আজ অনুষ্ঠিত হলো জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ৬ থেকে ৫৯ মাস বয়সী ২,৩২,৮৪৮ জন শিশুকে উচ্চ ক্ষমতার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং জেলা হাসপাতালের ইপিআই কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আেব্দুস সামাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, সিভিল সার্জন ডা. এ.কে.এম শাহাব উদ্দীন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শুকলাল বৈদ্য, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ সুমন, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ, সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সুপারিনটেনডেন্ট এহেতেশামুল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এবারের ক্যাম্পেইনে জেলার ৫টি উপজেলা ও ৪টি পৌরসভা এলাকার স্থায়ী, অস্থায়ী এবং ভ্রাম্যমাণ ১ হাজার ২০৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইন সফলভাবে পরিচালনা করতে ২,৭৮২ জন স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবী কাজ করেছেন।
সিভিল সার্জন ডা. এ.কে.এম শাহাব উদ্দীন জানান, যেসব শিশু অসুস্থ রয়েছেন তাদের সুস্থ হওয়ার পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এই ক্যাম্পেইনের মাধ্যমে শিশুর সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি, তাদের স্বাস্থ্যগত উন্নতির দিকে আরও একধাপ এগিয়ে যাওয়া সম্ভব হবে।