চাঁদপুরের কচুয়ায় ২৪ টাকা দরে ওএমএসের আটা বিক্রি
চাঁদপুরের কচুয়ায় বিশ্বরোড এলাকায় ২৪ টাকা দরে ওএমএসের আটা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং নিম্ন আয়ের মানুষের সুবিধার জন্য খাদ্য মন্ত্রণালয় এই উদ্যোগ সারা দেশের ন্যায় চাঁদপুরের কচুয়া পৌরসভা কোয়া উপজেলা সেন্টারে ওএমএসের (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি) আওতায় ২৪ টাকা দরে আটা বিক্রির কার্যক্রম শুরু করা হয় ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর ) সকাল ৯ টায় কচুয়া পৌরসভার ৩নং ওয়ার্ড কচুয়া উপজেলা সংলগ্ন কোয়া গ্রামে মেসার্স ইমাম হাসান এন্টার প্রাইজ ডিলারের স্বত্বাধিকারী কচুয়া পৌরসভা ছাত্রদলের সভাপতি প্রার্থী ও পৌর ছাত্রদলের উপদেষ্টা ইমাম হাসান এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় সুবিধাভোগীরা বলেছেন, আমরা পূর্বে কচুয়া পলাশপুর থেকে ওএমএসের চাল আটা কিনতে হতো যার ফলে ঠিকঠাক মতো পন্য বুজে পেতাম না। পৌর ছাত্রদলের ইমাম হাসান ডিলার নিয়োগ হওয়ার পর,কচুয়া উপজেলা সেন্টারের সাথে কোয়া গ্রামে ন্যায্য মূল্যে ২৪ টাকা কেজি আটা বিক্রি করেছেন । এতে আমাদের অনেক কষ্ট কমে যাচ্ছে ও ঠিকঠাক মতো সিরিয়াল অনুযায়ী সঠিক মাপে ৫ কেজি আটা পাইতেছি।
কচুয়া পৌরসভার ওএমএসের মেসার্স ইমাম হাসান এন্টার প্রাইজ ডিলারের স্বত্বাধিকারী কচুয়া পৌরসভা ছাত্রদলের সভাপতি প্রার্থী ইমাম হাসান জানান, আমি উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী নির্দেশক্রমে নিয়মভাবে ওএমএসের (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি) আওতায় ২৪ টাকা দরে আটা বিক্রির কার্যক্রম শুরু করেছি। পলাশপুর,চারালখিল, কড়াইয়া, কোয়া বালিয়াতলীর আংশিক গ্রামের অসহায়দের মাঝে ন্যায্য মূল্যে আটা বিক্রি করা হচ্ছে। এখানে চাহিদা অনেক পর্যাপ্ত পরিমান বরাদ্দ দেয়া হয় না। জন প্রতি ৫ কেজি আটা করে ১ শত জনকে আটা বিক্রি করেছি । বর্তমান সরকারের কাছে অনুরোধ বরাদ্দ বাড়ানো হলে অসহায় মানুষদের সকলের চাহিদা মিটানো যেতো।
এসময় জেলা বিএনপির সদস্য দেওয়ান মোহাম্মদ আলী,কচুয়া পৌরসভা ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম,ওয়ার্ড যুবদলের সভাপতি সালাহউদ্দিন, সদস্য সুমন, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন,শ্রমিক দলের সভাপতি শাহ পরান, সাধারণ সম্পাদক কাদিরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


মোঃ শফিকুল ইসলাম (মাগুরা সদর)