গাইবান্ধা সদর ২ আসন সাবেক এমপি শাহ সারোয়ার কবির দিনাজপুর থেকে গ্রেফতার।

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;
আজ ১৫/০৪/২০২৫ইং তারিখ রাত ৯ টার দিকে গাইবান্ধা সদর ২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবির দিনাজপুর সদর থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
তিনি দীর্ঘদিন দিনাজপুর সদরের ঈদগাহ আবাসিক এলাকার দীবা গার্ডেন ওয়ার্ড ১১, রোড ১৬ তে এতদিন আত্মগোপনে ছিলেন। এটি তার বোন প্রফেসর আফরোজা পারভীন সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইসলামের ইতিহাস দিনাজপুর সরকারী কলেজ এর বাড়ী। তিনি এখানেই এতদিন ছিলেন।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন জানিয়েছেন তাকে আপাতত সদর থানা পুলিশ হেফাজতে থাকবেন । এবং গাইবান্ধা পুলিশ কে জানানো হয়েছে তারা আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।