খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ের উদ্বোধন
বাংলাদেশকে মডেল রাষ্ট্র গড়তে আদর্শবাদী ও চরিত্রবান নেতৃত্বের প্রয়োজন – অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশকে মডেল রাষ্ট্র গড়তে আদর্শবাদী ও চরিত্রবান নেতৃত্বের প্রয়োজন – অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ছবি জিএম দুলাল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মূল লক্ষ্য একটি আদর্শ সমাজ বিনির্মাণ করা। এই লক্ষ্য অর্জনে জামায়াতের নেতাকর্মীদের উপযুক্ত নেতৃত্বে পরিণত হতে হবে। তিনি বলেন, জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র উপহার দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিবাদী শাসনে আমাদের কার্যালয় সিলগালা করা হয়েছিল, নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের শিকার হতে হয়েছে। আমাদের নেতাদের ফাঁসিতে ঝোলানো হয়েছে। তবে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, বরং ফ্যাসিবাদের দোসরদের বিচার হওয়া উচিত।”
সোমবার (৩ মার্চ) খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, সেক্রেটারি রাকিব হাসান, মাওলানা শেখ ওয়ালিউল্লাহ, ইকবাল হোসেন, মীম মিরাজ হোসাইন প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “আজ খুলনা মহানগর জামায়াতের যে কার্যালয় উদ্বোধন হলো, এটি হবে কুরআন-হাদিসের চর্চার কেন্দ্র। এটি কোনো সাধারণ আড্ডার জায়গা নয়, বরং এখানে ইসলামী সাহিত্য পড়া ও গবেষণা করা হবে। বাংলাদেশকে একটি মডেল রাষ্ট্রে পরিণত করতে হলে আদর্শবাদী ও চরিত্রবান লোক তৈরি করতে হবে, এর কোনো বিকল্প নেই।”