খুলনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য আটক ৫

খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় হাতেনাতে পাঁচ চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনীর অপারেশন টিম।
ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট (এফ আই ইউ)-এর গোপন তথ্যের ভিত্তিতে ৫ মার্চ দুপুরে দৌলতপুর, খান জাহান আলী ও সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল কাঁচাবাজার এলাকায় সমন্বিত অভিযান পরিচালিত হয়। খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় মিনিট্রাক, ইজিবাইক, ভ্যান ও অটোরিকশা চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। সেনাবাহিনীর বিশেষ অভিযানে তাদের হাতেনাতে নগদ অর্থসহ আটক করা হয়।
পরবর্তী সময়ে সেনাবাহিনীর অপারেশন টিম আটককৃতদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করে এবং ১৫২০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে সোপর্দ করে।
আটককৃত ব্যক্তিরা হলেন –
বাগেরহাট জেলার ফকিরহাট থানার বিজয়পুর গ্রামের আঃ সাত্তারের ছেলে ফকির শহিদুল (৩৭), একই জেলার করবি রাখালীগাছি গ্রামের রহমানের ছেলে শেখ সাইফুল ইসলাম (৫০), খুলনা জেলার ডুমুরিয়া থানার ঘর্ষণপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে নাজমুল মোড়ল (৪৫), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কাকড়া বুনিয়া গ্রামের মোসলেমের ছেলে মনির হোসেন (৫০) এবং খুলনা জেলার হোগলা বুনিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোস্তফা হাওলাদার (৫০)।
সেনাবাহিনীর এই অভিযানে চাঁদাবাজ চক্রের মূল সদস্যদের গ্রেপ্তার করায় স্থানীয় চালকরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল, যা তাদের দৈনিক উপার্জনে নেতিবাচক প্রভাব ফেলছিল। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।খুলনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য আটক