খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান: ২৪ প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান: ২৪ প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি জিএম দুলাল
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও সংশ্লিষ্ট জেলা কার্যালয়ের ৯টি টিম ৩ মার্চ ২০২৫ তারিখে বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে।
অভিযানের মূল লক্ষ্য
✅ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম যাচাই
✅ চাল, ভোজ্য তেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেন্টার, সবজি, আলু, দেশি পেঁয়াজ, মুরগি ও ডিমের বাজার পর্যবেক্ষণ
✅ ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা
✅ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ
বিভিন্ন জেলায় অভিযানের ফলাফল
🔹 খুলনা: গল্লামারী বাজারে ৫টি প্রতিষ্ঠানকে ৭,০০০ টাকা জরিমানা
🔹 খুলনা মহানগর: বড়বাজার ও হেলাতলা রোডে ২টি প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানা
🔹 কুষ্টিয়া: সদর উপজেলার বাজারে ১টি প্রতিষ্ঠানকে ৬,০০০ টাকা জরিমানা
🔹 মাগুরা: ঢাকা রোড ও জামরুলতলা বাজারে ২টি প্রতিষ্ঠানকে ১৭,০০০ টাকা জরিমানা
🔹 মেহেরপুর: গাংনী ও বামুন্দী বাজারে ২টি প্রতিষ্ঠানকে ৩৪,০০০ টাকা জরিমানা
🔹 যশোর: বেনাপোল বাজারে ৫টি প্রতিষ্ঠানকে ১১,৩০০ টাকা জরিমানা
🔹 সাতক্ষীরা: তালা উপজেলার পাটকেলঘাটা ও বলফিল্ড মোড়ে ২টি প্রতিষ্ঠানকে ৬,৫০০ টাকা জরিমানা
🔹 ঝিনাইদহ: হাটখোলা বাজারে ১টি প্রতিষ্ঠানকে ২,০০০ টাকা জরিমানা
🔹 বাগেরহাট: দেপাড়া বাজারে ৪টি প্রতিষ্ঠানকে ৫,৪০০ টাকা জরিমানা
সর্বমোট জরিমানা: ৯৪,২০০ টাকা
সতর্কতা ও নির্দেশনা:
✔️ ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ
✔️ ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ বাধ্যতামূলক
✔️ সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির কঠোর নির্দেশনা
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।